বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান সবসময়ের ভক্তদের মাতিয়ে রাখেন তাঁর নানা কর্মকাণ্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও থাকে তাঁর সরব উপস্থিতি।
১৭ জানুয়ারি বুধবার ভক্তদের টুইটারের মাধ্যমে জানালেন, ট্রাফিক জ্যামে বসে কী করেন বলিউডের এই সুপারস্টার। একটি এডিট করা সেলফি আপলোড করে তাঁর ক্যাপশনের মাধ্যমে শাহরুখ জানান, ‘শুধু কাজে যেতে আপনার দেরিই করায় না, ট্রাফিক জ্যাম আপনাকে একজন ছবির এডিটর হতে সাহায্য করে!’।
চ্যানেল আই অনলাইন- শাহরুখ খানের টুইটার পোস্
জ্যামে বসে সেলফি এডিট করেন শাহরুখ!
শাহরুখ এখন ব্যস্ত আনন্দ এল রাই এর ‘জিরো’ চলচ্চিত্রের কাজ নিয়ে যেখানে তাঁকে পাওয়া যাবে বামনের চরিত্রে। আশির দশকের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্র মুক্তি পাবে ২০১৮ এর ২১ ডিসেম্বর। এরই মধ্যে প্রথম টিজারে ব্যাপক সারা ফেলেছে ‘জিরো’।
শাহরুখ ছাড়াও এ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে আছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।