এই প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গত দুই ঈদে কিছু নাটকে তার উপস্থিতি দেখা গেলেও বেশ অনেকদিন ধরে তিনি পর্দায় অনুপস্থিত। আর তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন ছিল অনেক দিন ধরেই। এবার সে প্রশ্নের উত্তর নিজেই দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে নিজের ফেসবুক থেকে লাইভে এসে অর্চিতা জানান, আগামী ৮ ডিসেম্বর নিজের জন্মদিনের পরই ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেট করে দিবেন তিনি। এর পেছনের আসল কারণটি বলার আগেই অবশ্য লাইভ ভিডিওটি বন্ধ হয়ে যায়। ভক্তদের অনেক ধন্যবাদ জানান, গত আট বছরের ক্যারিয়ারে তাঁর পাশে থাকার জন্য। ভক্তদের ভালবাসাই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছে বলে মন্তব্য করেন অর্চিতা। এত বছরের ক্যারিয়ারে সুখ-দুঃখের মিশ্র অনুভূতি নিয়েই কাজ করেছেন তিনি।
তবে, আপাতত তিনি নতুন কোন কাজে হাত দিচ্ছেন না কাজ করছেন না বলেও জানান। তার ব্যবহৃত ফোন নাম্বারটিও পালটে ফেলেছেন বলে জানান। আশা করছেন, ভবিষ্যতে হয়ত আবার মিডিয়ার কাজে ফিরে আসবেন। ভক্তদের উদ্দেশ্যে অর্চিতার আবেদন তাঁকে যেন সবাই ভুলে না যান।
প্রায় একই সময়ে তিনি ফেসবুকে পোস্ট করেন তার আসন্ন বাণিজ্যিক চলচ্চিত্র ‘বন্ধন’ এর প্রথম অনলাইন পোস্টার। সে পোস্টার থেকে জানা যায়, লাইভ টেকনোলজিস এর প্রযোজনায় এই চলচ্চিত্র পরিচালনা করেছেন অনন্য মামুন।
২০১৭ এ আগস্টে নির্মাতা রাফসান আহসানের সাথে তার দুই বছরের বিয়ে ভেঙে যাবার পর থেকেই মিডিয়া এবং সামাজিক মাধ্যমে থেকে নিজেকে বেশ দূরে সরিয়ে নিয়েছেন অর্চিতা