সম্প্রতি ‘নোলক’ সিনেমার মহরত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শাকিব খান বলেন, সুপারস্টারেরাই ইন্ড্রাস্ট্রি ধরে রাখে। তারাই চলচ্চিত্রের স্বপ্ন দেখায়।
একজন শাকিব খানের উপর ফিল্ম ইন্ড্রাস্ট্রি নির্ভর করবে কিনা? নতুনরা কেন স্থান নিতে পারছে না? এমন সব প্রশ্নের উত্তর দেন কিং খান শাকিব খান। বাংলা সিনেমায় নতুন নির্মাতা, প্রযোজকদের তিনি স্বাগত জানান। আর সুপারস্টার প্রসঙ্গে তিনি বলেন, হলিউডে একজনই টমক্রুজ।