Home / মিডিয়া নিউজ / ‘জাহিদ ভাই, আমি আপনার মেয়ে পুষ্পিতার মতো’

‘জাহিদ ভাই, আমি আপনার মেয়ে পুষ্পিতার মতো’

‘হালদা সিনেমায় রুনা খান আমার বড় বউ। ছোট বউ তিশা। আমার চরিত্রটাতো নির্যাতনকারী পুরুষের। বউ পিটাই। বড় বউ রুনাকে চড় দেয়ার দৃশ্য ধারণ করার সময় অ্যাকসিডেন্টলি ওর নোলকে লেগে রক্তারক্তি অবস্থা। পরে ছোট বউ তিশাকে চড় দেবার দৃশ্য ধারণ করার সময় তিশা বললো, জাহিদ ভাই, আমি আপনার মেয়ে পুষ্পিতার মতো, আমাকে মারবেন না। এরপর আমিতো আর ওকে মারতে পারি না।’ বলছিলেন জাহিদ হাসান। হালদা সিনেমার শুটিং-এর সময় ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করেন অভিনেতা জাহিদ হাসান। তিনি সোমবার চ্যানেল আই’র তারকা কথন অনুষ্ঠানে অংশ নেন।

কিন্তু এ কোন জাহিদ হাসান! মুখে কাঁচা-পাকা দাড়ি সমেত এমন লুকে জাহিদ হাসানকে আগে কখনো দেখা যায়নি। ঘটনা কী? জাহিদ হাসানের স্বভাবসুলভ লাজুক হাসি। জানালেন, কলকাতার এক নতুন ছবিতে অভিনয়ের বিষয় চূড়ান্ত হয়েছে। ছবির নাম ‘সিতারা’। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ঔপন্যাাসিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে ‘সিতারা’ পরিচালনা করবেন আশীষ রায়। বোঝা গেলো জাহিদ হাসানের দাড়ি রহস্য!

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *