Home / মিডিয়া নিউজ / ‘কাজ ছেড়ে দেব তবু ওজন বাড়াব না’

‘কাজ ছেড়ে দেব তবু ওজন বাড়াব না’

উঁহু! কোনও মতেই না! যত দরকারই থাক না কেন, ওজন বাড়াবেন না নার্গিস ফখরি!

আর যদি চরিত্রটা ওজন বাড়ানো দাবি করে? কাজ ছেড়ে দেব, সোজা সাপটা বলছেন নার্গিস!

আচমকা ওজন বাড়ানো নিয়ে কেন মুখ খুললেন নার্গিস? এমন কোনও চরিত্রে অভিনয়ের

প্রস্তাব কি তাঁর কাছে এসেছে যার জন্য একটু ওজন বাড়ানো দরকার?

বলিউডে কানাঘুঁষো, সেই চরিত্রটা হতে পারে সঙ্গীতা বিজলানির! মোহম্মদ আজহারউদ্দিনের বায়োপিকে খেলোয়াড়ের দ্বিতীয় স্ত্রী, বলিউডের প্রাক্তন অভিনেত্রী সঙ্গীতার চরিত্রে দেখা যাবে নার্গিসকে। আজহার যখন সঙ্গীতাকে বিয়ে করেছেন, তত দিনে বলিউডে কাজ করা ছেড়ে দিয়েছেন সঙ্গীতা। সেই কারণেই ওজনও বেড়েছে কিছুটা! সেই ভারসাম্য বজায় রাখতেই না কি পরিচালকের তরফে প্রস্তাবটা দেওয়া হয়েছে নার্গিসকে!

কিন্তু, নার্গিস সে কথা শুনলে তো! কিছুতেই তিনি বুঝতে চাইছেন না, অভিনয়ের প্রয়োজনে ওজন বাড়ালে আখেরে নামডাক বাড়ে নায়িকাদের। এই যেমন ‘দ্য ডার্টি পিকচার’ করতে গিয়ে ওজন বাড়িয়েছিলেন বিদ্যা বালন! আবার, কিক-এ জ্যাকলিন ফার্নান্ডেজ, ‘গুরু’-তে ঐশ্বরিয়া রাই বচ্চনও হেঁটেছিলেন ওই পথেই! করিনা কপূর খান তো শুধু একটা আইটেমের জন্যই বাড়িয়ে নিয়েছিলেন ওজনটাকে!

নার্গিস কিন্তু এককাট্টা! তাঁর এক যুক্তি, তিনি ওজন বাড়াবেন না! ও সব ওজন বাড়ানো ছেলেদের কাজ! মেয়েদের ও সব মানায় না, বলছেন নার্গিস! আনন্দবাজার

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *