হুমায়ূন আহমেদ জাদুকর এক কথাশিল্পী। অনন্য এক গল্পকার। এই গল্পকারের জীবনে গল্পের মতোই যুক্ত ছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। যিনি হুমায়ূন আহমেদের প্রেমিকা এবং স্ত্রী। একটা দীর্ঘ সময় হুমায়ূন আহমেদের ছায়া হয়ে কাটিয়েছেন পাশাপাশি। খুব কাছ থেকে দেখেছেন বিখ্যাত সাহিত্যিক, নির্মাণের কারিগর হুমায়ূনকে। দেখেছেন প্রেমিক, স্বামী, পিতা ও ব্যক্তি হুমায়ূনকে। চ্যানেল আই অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে শাওন স্মৃতিচারণ করেছেন প্রেম, সংসার, বিয়ে এবং একজন প্রেমিক হুমায়ূন আহমেদের।
Check Also
আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন
ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …