Home / মিডিয়া নিউজ / এখনই বিয়ে নয়: সুজানা

এখনই বিয়ে নয়: সুজানা

মডেল ও অভিনয়শিল্পী সুজানা জাফর। ছোটপর্দার পরিচিত মুখ তিনি। দীর্ঘদিন ধরেই কাজ করছেন মিডিয়ায়। কাজের পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও জড়িত রয়েছেন। সম্প্রতি তিনি আছেন ইটালিতে। সেখান থেকে ফেসবুকের মাধ্যমে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন এই তারকা। জানালেন তার সমসাময়িক ব্যস্ততা এবং আরও নানা বিষয়।

ঈদ কেমন কাটলো?

আলহামদুলিল্লাহ্‌ অনেক ভালো কেটেছে। আর ঈদের পরপরই ইটালি চলে এলাম।

হঠাৎ ইটালিতে কেনো?

ভাইয়ের বউয়ের সন্তান হয়েছে। তাকে দেখার জন্যই আসা। এর আগেও একবার এসেছিলাম তখন সন্তানসম্ভবা ছিল ভাবী। কিন্তু ভিসার মেয়াদ কম থাকায় সন্তান পৃথিবীতে আসার মাত্র দু দিন আগেই দেশে চলে আসতে হয়েছিল। আর দেশে ফেরার দুদিন পরেই ভাইয়ের সন্তান পৃথিবীতে আসে। এই আফসোস নিয়ে তড়িঘড়ি করে আবারও ইটালিতেে এলাম। এবার এক মাসের মতো থাকব এখানে।

কাজে খুব একটা নিয়মিত দেখা যায় না আপনাকে। কেনো?

কাজের প্রস্তাব অনেক পাই। কিন্তু আমি নিজে থেকেই কাজ কম করি। একদম পছন্দ না হলে আসলে কাজ করা হয় না। নিজের ব্যবসাতেও সময় দিতে হয়। এই আর কী।

‘সুজানা ক্লজেট’ এর কী খবর?

আলহামদুলিল্লাহ্‌ ভালো চলছে। বাইরের থেকে কাপড় আনার জন্য প্রায়ই দেশের বাইরে যেতে হয় আমাকে। সব মিলিয়ে ভালো।

ছোটপর্দায় তো অনেকদিন হলো। বড়পর্দায় কবে দেখবে দর্শক?

ভালো গল্প পেলে অবশ্যই কাজ করব। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব প্রায়ই পাই। কিন্তু ব্যাটে-বলে মিলে না।

আপনার ‘চেশায়ার হোম’ নিয়ে কিছু বলুন?

উত্তরায় প্রতিবন্ধীদের জন্য ‘চেশায়ার হোম’ আছে আমার এটা সবারই জানা। সপ্তাহে একটা দিন এই বিশেষ মানুষদের জন্য থাকে। একদিন নয়, সময় পেলেই চলে যাই তাদের কাছে। এখানে ২০জনের মতো বিশেষ মানুষ আছে। সময় পেলেই স্কাইপে তাদের সঙ্গে কথা বলে নেই। এছাড়াও আরও কিছু সুবিধা বঞ্চিত শিশুদের নিয়েও কাজ করছি আমি।

বিয়ে করছেন কবে?

হা হা হা। এই বিষয়টা আমি কীভাবে বলব। আল্লাহ যেদিন কপালে রেখেছেন সেদিন হবে। এখন একা আছি, ভালো আছি। তার মানে এই না যে বিয়ে করব না। বিয়ে করব, তবে এখনই নয়। যা হবে পরিবারের সিদ্ধান্তে হবে।

শুনলাম প্রবাসী পাত্রকে নাকি বিয়ে করবেন?

বুঝতে পেরেছি কোথা থেকে শুনেছেন। আমি বিয়ে এখনই করছি না এবং আমি কাজ ও পরিবার নিয়ে যখন ব্যস্ত তখন হঠাৎ কেনো এই নিউজ হলো বুঝলাম না। সবাই স্বাভাবিকভাবেই অভিনয়শিল্পীদের বিয়ে নিয়ে প্রশ্ন করে এবং আমি উত্তর দিয়েছিলাম আল্লাহ হুকুম হলেই বিয়ে করব। সব মেয়েরাই সংসার করতে চায়। আর এখন তারকাদের ক্যারিয়ারের চেয়ে তাদের ব্যক্তিগত জীবন নিয়েই গণমাধ্যম বেশি সিরিয়াস। বিষয়টিতে আমি খুবই কষ্ট পেয়েছি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *