ঢালিউডের প্রথম সারির নায়ক সাইমন সাদিকের ঝুড়িতে ব্যবসা সফল ছবির অভাব নেই। ‘পোড়ামন’ ছবি দিয়ে রাতারাতি খ্যাতি পাওয়া এ নায়ক দিন দিন ঢাকাই ছবির শীর্ষস্থানে চলে যাচ্ছেন। অভিনয়টা ভালো পারেন বলেই একের পর এক পরিচালক তাকে ছবিতে কাস্ট করেন। তাতে কি! নিজের অভিনয়ে নিজে তৃপ্ত নন সাইমন। আরও ভালো অভিনয় করতে হবে। আর এই ভাবনা থেকে অভিনয়ের উপর প্রশিক্ষণ নিতে ভর্তি হলেন বিশ্ববিদ্যালয়ে। প্রথমবারের মতো অভিনয়ের উপর স্বলমেয়াদী কোর্স চালু করেছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেশনেই ভর্তি হতে যাচ্ছেন সাইমন।
এ প্রসঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। সাইমন বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে অভিনয়ের উপর শর্ট কোর্স চালু করলো গ্রিন ইউনিভার্সিটি। এটি পরিচালনা করবেন নন্দিত নির্মাতা এবং আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার। এখানে গাজী রাকায়েত ভাই, পূর্ণিমা আপা, ফেরদৌস ভাইদের মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা অভিনয়ের নানা বিষয়ের উপর শিক্ষা দেবেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত আমি। তবে আমি মনে করি শিক্ষার কোনো শেষ নেই, জানার কোনো সীমারেখা নেই। অভিনয়ে নিজেকে আরও সমৃদ্ধ করতে সার্টিফিকেট কোর্স ইন অ্যাকটিং, গ্রিন ইউনিভার্সিটিতে আমিও ভর্তি হতে যাচ্ছি। আগামী মঙ্গলবার এডমিশন নেবো। আশা করছি অভিনয়ের বরেণ্য মানুষদের সাহচর্যে অনেক কিছু শিখবো, জানবো।’’
উল্লেখ্য ২০১২ সালে পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর ২০১৩ সালে মুক্তি পাওয়া একই পরিচালকের ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর বেশকিছু ব্যবসা সফল ছবি উপহার দেন। সম্প্রতি সাইমন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে অভিনয় করছেন। জান্নাত ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো মাহির সঙ্গে কাজ করলেন তিনি। এ বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে।