শুধু কাজ দিয়ে নয়, অল্প সময়ের মধ্যে শরীরের ওজন পরিবর্তন করে ভক্তদের নজর কেড়েছেন বলিউড তারকা রাজকুমার রাও। মাত্র এক মাসে ১০ কেজি ওজন ঝরিয়েছেন রাও!
কাজের প্রয়োজনেই তিনি ওজন বাড়িয়েছিলেন, আবার ঝরালেনও কাজের প্রয়োজনে। একটি ডিজিটাল সিরিজে নেতাজি সুভাষ চন্দ্র বোসের চরিত্রকে ফুটিয়ে তুলতে ১৩ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। অন্যদিকে ওজন ঝরিয়েছেন ‘ফেনী খান’ ছবির জন্য। সেখানে ঐশ্বরিয়া রায়ের বিপরীতে পর্দায় রোমান্স করবেন তিনি। ছবিতে আরও অভিনয় করছেন অনিল কাপুর।
রাজকুমার রাও ইতিমধ্যে তার অভিনয় গুণে দর্শকদের মনে একটা পোক্ত অবস্থান করে নিয়েছেন। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত ছবি ‘নিউটন’ দিয়ে বাজিমাত করেছেন তিনি। এর আগে ‘রাবতা’ ছবিতে একেবারে ভিন্ন লুক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন। সেখানে ৪২০ বছরের এক বৃদ্ধের চরিত্রকে ফুটে তুলেছিলেন। এখন দেখার পালা এক মাসে দশ কেজি ওজন ঝরিয়ে কী চমক নিয়ে আসছেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার বিপরীতে!