রাজধানীর এশিয়া সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। কানে গুঁজে রাখা সিগারেট। হাতে ঝালমুড়ির ঠোঙা। দেখে মনে হচ্ছে মেয়েটি কিছু একটা খুঁজছে। তবে ভালোভাবে দেখে বোঝা গেল তিনি আর কেউ নন ছোটপর্দার জনপ্রিয় তারকা সারিকা।
আর তার এমন সাজগোজের কারণ নাটকের শুটিং চলছে সেখানে। ‘বৃদ্ধের সিনেমা’ নামের একটি নাটকে দেখা যাবে এই দৃশ্য। আর চরিত্রের খাতিরেই তার এমন সাজ। নাটকে তার চরিত্রের নাম ফুলি। আর তার বিপরীতে অভিনয় করেছেন ইমন। যেখানে ইমনের চরিত্রের নাম আনাম।
নাটকের এই দৃশ্যে দেখা যাবে সিনেমা হলের সামনে দাঁড়ানো ফুলি অল্প টাকার বিনিময়ে আনামের সঙ্গে সিনেমা দেখতে চায়, তাকে ভোলানোর চেষ্টা করে। কিন্তু পরে অন্য খরিদ্দারের দিকে ছোটে।
নাটকটি লিখেছেন দয়াল সাহা। আর পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক।