Home / মিডিয়া নিউজ / আমার বাসায় তার আর আসা হলো না: ববিতা

আমার বাসায় তার আর আসা হলো না: ববিতা

১৯৬৮ সালে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন ববিতা। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক আর সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। এরপর রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ছবিতে অভিনয় করেন ববিতা। আজ নায়করাজ রাজ্জাকের মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে যান। মুঠোফোনে বললেন, ‘আমি এখনো স্বাভাবিক হতে পারছি না। কী বলব তার সম্পর্কে! বলে শেষ করা যাবে না।’

জহির রায়হানের হাত ধরে চলচ্চিত্রে এসেছেন রাজ্জাক আর ববিতা। বললেন, ‘রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা এমন ছিল যেন আমরা একটা পরিবার। জহির ভাইয়ের বাসায় একসঙ্গে কত আড্ডা দিয়েছি। আমার যে কোনো বিষয়ে রাজ্জাক ভাইকে জানাতাম। পরামর্শ নিতাম। আমাদের সম্পর্কটা অন্যরকম ছিল। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির ইনস্টিটিউশন ছিলেন। তিনি ছিলেন একজন মেন্টর, একজন দার্শনিক।’

সম্প্রতি রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে কথা হয় ববিতার। বললেন, ‘কয়েকদিন আগে রাজ্জাক ভাইকে ফোন করে বলেছি, রাজ্জাক ভাই আমি নিজে এসে আপনাকে আর ভাবিকে আমার বাসায় নিয়ে আসব। আমি আপনাকে নিজ হাতে রান্না করে খাওয়াতে চাই। শুনে রাজ্জাক ভাই বললেন, আমি থাইল্যান্ড যাচ্ছি ঘুরতে। ফিরে আসার পর তুমি এসো। কিন্তু আমার বাসায় তার আর আসা হলো না।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *