Home / মিডিয়া নিউজ / ক্যামেরার সামনে এলেন অপু বিশ্বাস

ক্যামেরার সামনে এলেন অপু বিশ্বাস

চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা অপু বিশ্বাস আবার জুটি হয়েছেন। তবে সিনেমায় নয়। তাহলে? হাসলেন অপু বিশ্বাস। জানালেন, এর আগে তিনি আর রিয়াজ একসঙ্গে অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শুভ বিবাহ’ (২০১০) আর মোহাম্মদ হোসেন জেমির পরিচালনায় ‘বাজাও বিয়ের বাজনা’ (২০১১) নামের দুটি ছবিতে। এবার তারা একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন।

অপু বিশ্বাস বললেন, ‘আমি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এবার বিজ্ঞাপনচিত্রে, এরপর চলচ্চিত্রেও দেখবেন আমাকে। এটা আমার চতুর্থ বিজ্ঞাপন। অনেক ভালো একটা প্রতিষ্ঠান। শুধু বিজ্ঞাপন নয়, এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছি। আর রিয়াজ ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম বিজ্ঞাপন। ছয় বছর পর আবার তার বিপরীতে কাজ করছি, খুব ভালো লাগছে।’

আর রিয়াজ বলেন, ‘এই প্রতিষ্ঠানের সাথে আমরা দুই বছরের চুক্তি করেছি। তাদের ২০টি বিজ্ঞাপন করব। আর অপুর সঙ্গে এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। মনে হচ্ছে বড় কাজ করছি।’

আজ ২১ আগস্ট সোমবার তারা নাভানা গ্রুপের বিজ্ঞাপনচিত্রের শুটিং করছেন। রাজধানীর কোক স্টুডিওতে শুরু হলো শুটিং। বিজ্ঞাপনচিত্রগুলো তৈরি করছেন এস এম সালাউদ্দিন। তিনি জানালেন, নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কিচেন সিংক, গ্যাসের চুলা, প্লাস্টিক প্রোডাক্টসহ চারটি বিজ্ঞাপনের শুটিং হচ্ছে এখন।

নাভানা গ্রুপের শুভেচ্ছা দূত হয়েছেন রিয়াজ ও অপু বিশ্বাস। গত ১৯ জুন সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় নাভানা গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামালসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *