Home / মিডিয়া নিউজ / আমার নাটকে আসাদুজ্জামান নূর বড় চমক: নুহাশ হুমায়ূন

আমার নাটকে আসাদুজ্জামান নূর বড় চমক: নুহাশ হুমায়ূন

নুহাশ হুমায়ূন। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে। বাবার পথেই যেন হাটছেন তিনি। ক্যামেরার পেছনে নির্মাতার আসনে ইতোমধ্যে নাম লিখিয়েছেন। অল্প বয়সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা শুরু করেন তিনি। তবে এবার নাটক নির্মাণ করছেন এই তরুণ নির্মাতা। নিজের লেখা এবং পরিচালনায় নাটকের নাম ’হোটেল অ্যালবাট্রস’। অমিতাভ রেজা ও মেজবাউর রহমান সুমনের পরিকল্পনায় ‘অস্থির সময় স্বস্থির গল্প’র সাতজন নবীনের সাতটি নাটকের মধ্যে একটি নুহাশের নাটক। আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি।

আপনি এবার নাটক তৈরি করেছেন। নাটক নিয়ে কিছু বলুন।

প্রথম নাটক। খুবই এক্সসাইটেড। নাটকের নাম ‘হোটেল অ্যালবাট্রস’। তবে গল্প সম্পর্কে এখন কিছুই বলতে চাচ্ছি না। ভিন্ন একটা কিছু উপহার দিতে চাই দর্শকদের।

অমিতাভ রেজার মতো নির্মাতার পরিকল্পনায় কাজ করেছেন। কেমন লেগেছে?

তার সঙ্গে কাজ নিয়ে কথা বেশ আগে থেকেই। বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। অবশেষে ঈদের এই প্রজেক্ট নিয়ে তার সঙ্গে কাজ করেছি। বিষয়টা অবশ্যই আনন্দের।

আসাদুজ্জামান নূর আপনার বাবার নির্দেশনায় কাজ করেছেন। এবার আপনার পরিচালনায় তিনি কাজ করছেন। বিষয়টি কীভাবে দেখছেন?

নূর চাচার সঙ্গে কাজ করা আসলে ভালো লাগার মতো। তিনি আমার গল্প পছন্দ করেছেন। তাই একসঙ্গে কাজ করাটা খুবই এক্সাইটিং ছিল আমার জন্য। আমার নাটকে আসাদুজ্জামান নূর বড় চমক। তাকে ভিন্ন রূপে দেখবে দর্শক।

টিভির জন্য নির্মাণ করছেন নাটকটি, কিন্তু এখন দর্শক তো এখন অনলাইনমুখী হয়ে পড়েছে।

আমার কাছে মনে হয়, এখন প্লাটফর্ম অনেক হয়েছে। আর টিভির পর এই নাটক অনলাইনেও আসবে। আসলে টিভি বা অনলাইন বড় কথা নয়, আমার গল্প আমি বলতে পারছি, এটা বড় ব্যাপার। তাছাড়া আমাদের ‘অস্থির সময় স্বস্তির গল্প’র সাতটি নাটক নিয়ে অনেক ক্যাম্পেইন হচ্ছে, তাই মানুষের আগ্রহ থাকবে বলে আমি আশা করছি।

নতুন কোনো পরিকল্পনা?

আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই। তবে আরও কিছু শর্ট ফিল্ম নিয়ে কাজ করার পরিকল্পনা চলছে।

আপনার জন্য অনেক শুভ কামনা।

ধন্যবাদ।

লেখা: আসিফ রহমান খান

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *