Home / মিডিয়া নিউজ / চলচ্চিত্রকে ‘গুডবাই’!

চলচ্চিত্রকে ‘গুডবাই’!

‘গুডবাই ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক সহ্য করছি। আর সম্ভব না। এত পলিটিক্স আর প্যাঁচ! যার যা খুশি ভাবুক। ভালো থাকুক।’ গতকাল ১৬ আগস্ট বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন আলোচিত চিত্রপরিচালক শামিম আহমেদ রনি।

এদিকে শামিম আহমেদ রনির এই ঘোষণা নিয়ে ফেসবুকে অনেকেই নানা মন্তব্য করেছেন। এরপর ফেসবুকে দেওয়া আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি ফিল্ম ছাড়ছি আমার ব্যক্তিগত কারণে। কাজেই দয়া করে চলচ্চিত্র পরিচালক সমিতি বা সংশ্লিষ্ট কাউকে জড়াবেন না প্লিজ।’

গত ২৯ এপ্রিল শামিম আহমেদ রনির সদস্যপদ বাতিল করে চলচ্চিত্র পরিচালক সমিতি। তাকে পাঠানো এক নোটিশে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শাকিব খান সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য পত্রের মাধ্যমে শামিম আহমেদ রনিকে অনুরোধ করা হয়। কিন্তু তিনি এই সিদ্ধান্তকে ন্যূনতম সম্মান না দেখিয়ে চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম চালিয়ে যান, যা নিয়ম নীতির সুস্পষ্ট লংঘন। এ ছাড়া সমিতি কর্তৃক ‘রংবাজ’ নামে সিনেমার যে সনদপত্র দেওয়া হয়েছে তাতে উল্লেখ রয়েছে, বিদেশি শিল্পী ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যেন অবশ্যই মেনে চলা হয়। কিন্তু সেই নিয়মনীতির বরখেলাপ করেছেন শামীম আহমেদ রনি। এ দুই কারণে তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মনে করছে সমিতি। এরপর চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্রের ৫ (ক) ধারা বলে তার সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি সাত কার্যদিবসের মধ্যে রনির বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পরিচয়পত্র ও বিএফডিসির গেট পাশ সমিতির কার্যালয়ে জমা দিতে বলা হয়। এরপর গত ৯ মে চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে ক্ষমা চেয়েছেন এই নির্মাতা। কিন্তু এ ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

শাকিব খানকে নিয়ে নির্মিত ‘মেন্টাল’ ও ‘বসগিরি’ ছবি দুটি দিয়ে আলোচিত হন তরুণ পরিচালক শামিম আহমেদ রনি। এ বছর মুক্তি পায় তার পরিচালিত আরেকটি ছবি ‘ধ্যাততেরিকি’। শাকিব খানকে নিয়ে ‘রংবাজ’ ছবির কাজ শুরু করলেও পরে ছবিটি ছাড়তে বাধ্য হন। অন্য একজন পরিচালককে ছবিটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *