





অক্ষয় কুমারের অভিনয়ের পাশাপাশি আরেকটা পরিচয় আছে। তিনি একজন সচেতন এবং ছেলেমেয়ের






কাছে আর্দশ বাবা। ছেলেমেয়ে আর স্ত্রী সাবেক বলিউড তারকা টুইংকেল খান্নাকে নিয়ে তার সুখের






সংসারে ভালোই সময় কাটছে। তাই মাঝে মাঝেই কিছু নতুন আইটেম রান্না করে চমক দেন স্ত্রীকে। গত ১৩ আগস্ট রোববার ছেলে আরাভের সঙ্গে বেশ মেতে উঠেন স্ত্রী টুইংকেল খান্না আর মেয়ে নাতারা জন্য চকলেট মুস তৈরিতে।
বাপ বেটার রান্নার দৃশ্যের ছবি তুলে টুইটারে পোস্ট করেন টুইংকেল। টুইটারে টুইংকেল লিখেন, ‘বাপ-বেটা, রাতের খাবারের জন্য সাদা চকলেট মুস তৈরিতে ব্যস্ত। আমি তো তাহলে আমার বাড়ির ছেলেদের ভালোই শিখাতে পেরেছি।’
আর কিছুদিন আগেই মুক্তি পেল অক্ষয়ের ‘টয়েলেট: এক প্রেম কথা’ সিনেমাটি। তাই এখন কিছুটা অবসর সময় কাটাচ্ছেন খিলাড়ি। তবে অক্ষয় বরাবরের মতোই হলিডেতে ফ্যামিলির সাথে সময় কাটাতে পছন্দ করেন।
অক্ষয় অভিনয় জীবনে আসার আগে ব্যাংককের একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতেন। আর সেখানে থেকে তিনি প্রতিদিন একটা থেকে দুটি রান্নার কৌশল শেখাতেন রেস্টুরেন্টে শেফদের। তাই রান্নার ক্ষেত্রে পারদর্শীতা তো আছেই, কিন্তু অক্ষয় সব সময় তার ছেলে আরাভ আর মেয়ে নিতারার ছবি শেয়ার করতে সচেতন থাকেন। ডেকান ক্রনিকল।