





৪ আগস্ট শুক্রবার মুক্তি পেয়েছে অনিমেষ আইচ পরিচালিত আলোচিত ছবি ‘ভয়ংকর সুন্দর’। কলকাতার






নায়ক পরমব্রত চটট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ আহসান হাবীব ভাবনা। চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে প্রত্যাশার কথা বললেন ভাবনা।
কেমন আছেন?
খুব ভালো আছি। বলাকায় বসে নিজের ছবি দেখছি।
তাহলে তো দর্শক প্রতিক্রিয়া সরাসরি দেখার সুযোগ হলো।
হ্যাঁ, দর্শক হাততালি, উল্লাস, চিৎকার করে আনন্দ প্রকাশ করছে। এই শুনুন এখন হাসছে। (মোবাইলের এপাশ থেকে দর্শকের সমবেত হাসি শোনা গেল।) আমার খুব মজা লাগছে।
দর্শক কাকে বেশি পছন্দ করছে, আপনাকে না পরমব্রতকে?
(হাসি) নিজের প্রশংসা কীভাবে করি?
বড় পর্দায় নিজেকে দেখার অনুভূতি কেমন?
এ এক অন্যরকম অনুভূতি। বলে বোঝানোর মতো না।
পর্দায় ভাবনাকে দেখে কতটুক সন্তুষ্ট?
পুরোপুরি সন্তুষ্ট। আমি স্বপ্নে নিজেকে যেভাবে দেখতে চেয়েছিলাম, তারচে সুন্দরভাবে আসতে পেরেছি। প্রথম ছবিটা যেভাবে করতে চেয়েছিলাম অনিমেষ সেভাবেই উপস্থাপন করেছে। আমি খুবই খুশি।
ঝর্ণায় শুটিং করেছেন। নিশ্চয় অনেক মজা হয়েছে?
মোটেই না। শুটিংয়ের কয়েকদিন আগে সেই ঝর্ণায় একটা অ্যাকসিডেন্ট হয়েছিল। ফলে নিরাপত্তার জন্য ঝর্ণা এলাকায় লোহার বেড়া দেওয়া। আমরা সেই বেড়া টপকে গিয়ে শুটিং করেছি।
প্রথম সপ্তাহে ২৮টি হলে মুক্তি পেয়েছে।
হ্যাঁ, তাই বলে হলের চাহিদা ছিল না, এমনটা কিন্তু না। দের শতাধিক হল ‘ভয়ংকর সুন্দর’ চালাতে চেয়েছিল। কিন্তু পরিচালক অনিমেষ নিজে পরিবেশনার দায়িত্ব পালন করছে। সে চাইছে ধীরে ধীরে হলের সংখ্যা বাড়ুক।
তার মানে দ্বিতীয় সপ্তাহে হল বাড়বে?
ইনশাআল্লাহ। দোয়া করি যেন মানুষ হলে আসে এবং আমাদের ছবিটা দেখে।
পরমব্রতের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
পরমব্রত বেশ চুপচাপ মানুষ। খুব ভালো অভিনেতা। তার সঙ্গে শুটিং অভিজ্ঞতা খুবই সুন্দর।
এ ধরণের ছবি মুক্তি পেলে একটা অভিযোগ শোন যায় যে, ছবিটি না হয়েছে ছবি না হয়েছে নাটক। ‘ভয়ংকর সুন্দর’ ছবির বেলায় এমন কোনো অভিযোগ উঠেবে বলে মনে হয়?
একদম না। গতকাল প্রিমিয়ার আর আজকের শোয়ের দর্শক রেসপন্স দেখে কখনো মনে হয়নি ‘ভয়ংকর সুন্দর’ নিয়ে এমন অভিযোগ উঠবে । আর অনিমেষ প্রমাণিত ডিরেক্টর। সে যখন নাটক বানায়, সেটা নাটক। যখন সিনেমা বানায়, সেটা সিনেমা। সেটাকে নাটক বলার প্রশ্নই উঠে না। এই সিনেমা নির্মাণে কোথাও কোনো কার্পণ্য করা হয়নি। সিনেমা বানাতে যেখানে যেটা লাগবে ঠিকঠাক সেটাই দেওয়া হয়েছে।
একটা অভিযোগ উঠেছিল, শুরুতে গল্প শুরুতে যেমন ছিল, দ্বিতীয় লটে শুটিংয়ের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে।
একদমই না। আমি এই কথা প্রথম আপনার মুখ থেকে শুনলাম। এটা তো মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ ছোট গল্প থেকে নেওয়া। ফলে চেঞ্জ করার কোনো সুযোগই নাই।
দর্শকদের উদ্দেশে যা বলতে চান।
দর্শকদের উদ্দেশে একটা কথাই বলব, আপনারা শুরু থেকেই ভয়ংকর সুন্দরের সাথে ছিলেন। আজও আছেন। আজ সারাদেশে ১৫ হাজার দর্শক ছবিটি দেখছেন। আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি। এবং এই ভালোবাসা চলতে থাকুক।