





নোবেল আর তানিয়া আহমেদ মিডিয়ায় কাজ শুরু করেছিলেন একই সময়ে। নোবেলের ভাষায়, গত






শতকে নব্বই দশকের গোড়াতে। ওই সময় টিভির জনপ্রিয় মুখ ছিলেন বিপাশা হায়াত। তার সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্যাকেজ নাটকে অভিনয় করেন নোবেল। ‘মাসুদ রানা’ অবলম্বনে সেই নাটকের নাম ‘প্রাচীর পেরিয়ে’। এরপর বিপাশা হায়াতের লেখা একটি ধারাবাহিকেও অভিনয় করেন নোবেল। নাম ‘জ্যোৎস্নাকাল’। অনেক বছর পর আবার একসঙ্গে পর্দায় পাওয়া গেল তাদেরকে। ‘ছায়া’ নামে একটি নাটক লিখেছেন বিপাশা হায়াত। পরিচালনা করছেন তানিয়া আহমেদ আর তাতে অভিনয় করছেন নোবেল।
বিপাশা হায়াত বলেন, ‘এই নাটকে আমি ক্যামেরার পেছনে কাজ করেছি, তানিয়া আহমেদ ক্যামেরা নিয়ে কাজ করছেন আর নোবেল অভিনয় করেছেন। খুবই ইন্টারেস্টিং।’
‘ছায়া’ নাটকের শুটিং শুরু হয়েছে গতকাল ১১ আগস্ট শুক্রবার। উত্তরার হৈ চৈ শুটিংবাড়িতে আজ ১২ আগস্ট শনিবার নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন নোবেল। বললেন, ‘অনেক দিন পর আমরা আবার একসঙ্গে কাজ করছি।’
এবার ঈদে চ্যানেল আইয়ে দেখানো হবে নাটক ‘ছায়া’। এতে অভিনয় করেছেন নোবেল, মম, নাঈম, সাবেরী আলম প্রমুখ।
‘ছায়া’ নাটকের ভাবনা প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে নোবেল বলেন, ‘মানুষ শেষ হওয়ার পরও তার ছায়া থেকে যায়। কাছের মানুষ যদি সত্যিই কাছের হয়, তাহলে এর যথেষ্ট প্রভাব পড়ে।’
আর বিপাশা হায়াত বলেন, ‘বিচ্ছেদেই ভালোবাসা ঠিক ভাবে প্রকাশিত হয়। ভালোবাসা নানা ভাবে প্রকাশ করা যায়। এই নাটকে ভালোবাসার প্রকাশ একেবারেই বিমূর্ত।’
জানালেন, এবার ঈদের জন্য তিনি আরেকটি কাজ করেছেন। নাটকের নাম ‘হ্যালো আরজে’। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। নোবেল এখানে চলচ্চিত্রের একজন হিরো। আরও জানালেন, তিনি একটু ব্যস্ত। মেয়ে নামীরাকে নিয়ে ১৭ আগস্ট ভারতের পুনেতে যাচ্ছেন। সেখানে ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে (ইউডব্লিউসি) মেয়ে পড়াশোনা করবেন। পুনে থেকে ফিরে স্ত্রীকে নিয়ে হজে যাবেন নোবেল।