





‘আলহামদুলিল্লাহ আই ডিড ইট অ্যাগেইন। অনেক গর্বিত মনে হচ্ছে, আমি আবার মা হতে চলেছি।’






আজ ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন চিত্রনায়িকা বর্ষা।






হ্যাঁ, তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। বর্ষা লিখেছেন, ‘আল্লাহ্র দোয়ায় আর আপনাদের ভালোবাসায় সব ঠিক থাকলে আসছে নভেম্বরে আমাদের দ্বিতীয় সন্তানের মুখ দেখব। সবাই আমার জন্য দোয়া করবেন।’
অনন্ত জলিল আগেই জানিয়েছিলেন, এ বছর তার নতুন ছবি ‘দ্য স্পাই’র কাজ শুরু করবেন তিনি। কিন্তু আজ বর্ষা লিখেছেন, ‘এই সন্তানের জন্য আবারও পিছিয়ে গেছে ‘দ্য স্পাই’ ছবির শুটিং। ইনশাআল্লাহ আগামীতে আবার শুরু করব।’
এদিকে আলোচিত চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল তাবলিগ জামাতের সাথে যুক্ত হয়েছেন। সম্প্রতি তিনি রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিনদিন অবস্থান করেন।