Home / মিডিয়া নিউজ / শিক্ষক নন, কিন্তু ক্লাস নেবেন পূর্ণিমা ও ফেরদৌস

শিক্ষক নন, কিন্তু ক্লাস নেবেন পূর্ণিমা ও ফেরদৌস

গ্রিন বিশ্ববিদ্যালয়ের বেসিক কোর্সের শিক্ষার্থীদের জন্য তো দারুণ সুযোগ। তারা এবার জনপ্রিয়

চিত্রনায়ক ফেরদৌস আর চিত্রনায়িকা পূর্ণিমার কাছ থেকে তাদের অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা শুনবেন। তবে এই কাজকে মোটেও শিক্ষকতার সঙ্গে মেলাতে চান না পূর্ণিমা। তিনি বলেন, ‘এটা মোটেও শিক্ষকতা নয়, মাঝে মাঝে যখন হাতে সময় থাকবে, তখন আমার কিছু অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করব।’

গত ১ আগস্ট মঙ্গলবার রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে ‘সার্টিফিকেট ইন অ্যাকটিং’ কোর্স চালু হয়েছে। জানা গেছে, কোর্স চালু হওয়ার পেছনে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী আর কয়েকজন নির্মাতার উদ্যোগ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়া ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন ও বিশ্ববিদ্যালয়ের এফটিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আফজাল হোসেন খান সই করেন। তিন মাস মেয়াদি এই কোর্সের শুরুতে ‘বেসিক অ্যাক্টিং’, পরে ‘অ্যাক্টিং ইন থিয়েটার, টেলিভিশন অ্যান্ড সিনেমা’ এবং সবশেষে অভিনয়ের ওপর ‘প্র্যাকটিক্যাল কোর্স’ করানো হবে।

গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানানো হয়, এই কোর্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, নির্দেশক ও অভিনেতা গাজী রাকায়েত বিভিন্ন বিষয়ে ক্লাস নেবেন। ফেরদৌস ও পূর্ণিমার সঙ্গে আরও কয়েকজন অভিনেতা ক্লাসে অভিনয়ের পাশাপাশি তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা শেয়ার করবেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *