Home / মিডিয়া নিউজ / এ কোন কুসুম সিকদার!

এ কোন কুসুম সিকদার!

এ কোন কুসুম সিকদার! কদিন আগেও ক্যামেরার সামনে তিনি ছিলেন একজন অভিনেত্রী। কিন্তু

এবার একেবারে অন্যরকম! অাবেদনময়ী! এমন কুসুম সিকদারকে আগে কেউ দেখেনি। ‘নেশা’ গান ভিডিওতে কুসুমকে দেখে অনেকেই চমকে গেছেন। গতকাল ৩ আগস্ট বৃহস্পতিবার ইউটিউবে এসেছে গান ভিডিওটি।

ছোট পর্দার তারকা কুসুম সিকদার গান লিখেছেন, তাতে কণ্ঠও দিয়েছেন। এবার নিজের গানের গান ভিডিওতে তিনি নিজেই মডেল হয়েছেন। সঙ্গে আছেন আরেকজন, র‍্যাম্পের মডেল, নাম সুজন।

‘নেশা’ গানের সংগীতায়োজন করেছেন হৃদয় খান। গান ভিডিওটি নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী। দৃশ্যধারণ করা হয়েছে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে।

কুসুম সিকদার সর্বশেষ গান গেয়েছেন দেড় যুগ আগে। এতদিন পর তিনি নতুন কোনো গানে কণ্ঠ দিয়েছেন। ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয় তার কবিতার বই ‘নীল ক্যাফের কবি’।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *