Home / মিডিয়া নিউজ / আবার খুঁজে পাওয়া গেল তিন্নিকে

আবার খুঁজে পাওয়া গেল তিন্নিকে

শ্রাবস্তী দত্ত তিন্নি হঠাৎ​ হঠাৎ​ কোথায় যেন হারিয়ে যান। হয়তো ফিরে আসেন, দুয়েকটি কাজ করেন,

আবার হা​রিয়ে যান। তিনি কি সুস্থ আছেন? নাকি কঠিন কোনো সমস্যা?—কথাগুলো দর্শকদের। প্রায় বছর দেড়েক পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিন্নি। নাটকে অভিনয় করছেন। নাম ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’। শুটিং হচ্ছে শ্রীমঙ্গলে। তিন্নির সঙ্গে আছেন সজল। জানা গেল, ঈদের জন্য তৈরি হচ্ছে নাটকটি।

নাটকটির পরিচালক পারভেজ আমিনের প্রশংসা করে সংবাদ মাধ্যমের কাছে তিন্নি বলেন, ‘আমার অভিনয়ে ফেরার পুরো কৃতিত্ব তার। আমাকে কিন্তু কেউ মনে রাখেনি। তিনি নিজ থেকে আমাকে খুঁজে বের করেছেন। নাটকটি নিয়ে আলোচনা করেছেন। আমাকে রাজি করিয়েছেন।’

‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটরেকর গল্পটি হলো—একজন চিত্রশিল্পী (সজল) এসেছেন শ্রীমঙ্গলে। উঠেছেন একটি রিসোর্টে। বছর কয়েক আগে তার স্ত্রী মারা গেছেন এই রিসোর্টেই। একই সময়ে বাচ্চাসহ তিন্নিও এসেছেন বেড়াতে। পূর্বপরিচিত সজল ও তিন্নির দেখা হয় অনেক দিন পর। তাদের পুরোনো স্মৃতি ও নতুন নানা ঘটনা নিয়ে এগিয়েছে গল্প।

তিন্নি সর্বশেষ অভিনয় করেছেন ‘একই বৃন্তে’ আর ‘চেক পোস্ট’ নামের দুটি নাটকে। ২০০৪ সালের ‘মিস বাংলাদেশ’ হয়েছেন তিনি। ২০০৬ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন অভিনেতা হিল্লোলকে। তাদের কন্যা ওয়ারিশা। ২০১২ সালে হিল্লোলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। ২০১৪ সালে আবার বিয়ে করেন আদনান হুদা সাদকে। তিনি ব্যবসায়ী। এই সংসারে রয়েছে তার আরেকটি কন্যা, নাম আরিশা। গত বছর তিন্নির দ্বিতীয় বিয়েটিও ভেঙে যায়।

তিন্নি অভিনয় করেছেন টিভি নাটকে। মডেল হয়েছেন বিজ্ঞাপনে। চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলো হলো— নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ আর সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *