





ক্লোজআপওয়ান তারকা সালমা মূলত ফোক ঘরানার গানই বেশি করে থাকেন। তবে গত ঈদ উল






আজহায় সালমা তার চিরাচরিত ভঙ্গি থেকে বেরিয়ে প্রথমবারের মতো গাইলেন রক গান। ইউটিউবে গানটি বেশ সাড়াও ফেলে।






‘তোরই চোখে জাদু আছে’ শিরোনামের গানটি দর্শক-শ্রোতা বেশ পছন্দ করেন। তাই রেশ কাটতে না কাটতেই আরও একটি রক গানে কণ্ঠ দিলেন সালমা।
‘আউলা প্রেম’ শিরোনামের গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর করেছেন জে কে মজলিস।
গানটি নিয়ে সালমা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘প্রথমবারের মতো রক গান গেয়ে খুব সাড়া পেয়েছি। ভক্তদের মাঝে সে রেশ বজায় রাখতে আবারও রক গান গাইলাম। আসলে আমি এখন একটু ভিন্ন ঘরানার গান গাইতে চাচ্ছি।’
“যেসব গান গেয়ে আমি সালমা হয়েছি সেসব গান গাওয়ার পাশাপাশি নিজেকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করতে চাচ্ছি।’’
শুধু তাই নয়, দর্শক-শ্রোতাদের আরও নতুন নতুন চমক নিয়ে হাজির হতে চান সালমা। জানালেন অল্প দিনের মধ্যেই নতুন মোড়কে নিজেকে হাজির করবেন তিনি।