Home / মিডিয়া নিউজ / সাইমনকে ফিরিয়ে দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া

সাইমনকে ফিরিয়ে দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া

২০১৩ সালে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’। এ ছবিতে অভিনয় করেন

সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ব্যবসাসফল এ ছবিটিতে অভিনয় করেই প্রথম জনপ্রিয়তা পান সাইমন সাদিক। এরপর কেটে গেছে বেশ কয়েক বছর। ঐ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমডিয়া ছবিটির সিকুয়েল ‘পোড়ামন-২’ বানাচ্ছেন। তবে এই ছবিতে থাকছেন না সাইমন ও মাহি। এদিকে নায়ক সাইমন আজ জানালেন ‘পোড়ামন-২’ ছবিতে কাজ করার জন্য নিজে থেকেই ধর্না দিয়েছিলেন জাজের অফিসে। কিন্তু প্রত্যাখ্যাত হন তিনি। এক ফেসবুক স্ট্যাটাসে নিজের সে অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাইমন নিজেই।

‘শুরুটা ‘জী-হুজুর’’ দিয়ে, কিন্তু পরিচিতি পাই ‘পোড়ামন’’ দিয়ে। বলা চলে এক ‘পোড়ামন’ দিয়েই সবাই আমাকে চেনে। অনেক বেশী ভালোবাসা, অনেক অনেক আবেগ এই নামটার জন্য! পরিচালনা করেছিলেন আমার ওস্তাদ জাকির হোসেন রাজু-স্যার। সাধারণত কেউ না ডাকলে আমি কারো অফিসে যাই না, কিন্তু যখন ফেসবুক এ দেখলাম ‘পোড়ামন-২’ বানাবে তখন নিজ থেকেই গিয়েছিলাম জাজ মাল্টিমিডিয়াতে। দেখা করলাম আজিজ ভাই এর সাথে,জানালাম আমার আবেগের কথা!… না! আজ আবার ফেসবুকে দেখলাম শুরু হলো ‘পোড়ামন-২’ কে অভিনয় করছে জানি না, কিন্তু অনেক অনেক অনেক শুভ কামনা ‘পোড়ামন-২’ এর সবার জন্য।’ উল্লেখ্য ‘পোড়ামন-২’ নির্মাণ করছেন রায়হান রাফি। এতে অভিনয় করছেন নবাগত পূজা চেরি ও রোশান।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *