Home / মিডিয়া নিউজ / গল্পটি চমৎকার, তাই কিছু বলব না এখন: ভাবনা

গল্পটি চমৎকার, তাই কিছু বলব না এখন: ভাবনা

আশনা হাবিব ভাবনা। মডেল ও অভিনয়শিল্পী। এবার ঈদে কাজ করছেন কয়েকটি নাটক আর

টেলিছবিতে। সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘প্রতিপক্ষ’ নামে একটি টেলিছবির। এতে তিনি অভিনয় করছেন তৌকীর আহমেদের বিপরীতে। যা প্রচারিত হবে চ্যানেল আইতে। নানা কিছু নিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বললেন এই তারকা।

‘প্রতিপক্ষ’ টেলিছবি নিয়ে বলুন।

গল্পটি চমৎকার। তাই কিছু বলব না এখন। দর্শক দেখলেই বুঝতে পারবেন। ঈদে চ্যানেল আইতে প্রচার হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। তিনি এতে আমার বিপরীতে অভিনয়ও করেছেন। এই টেলিছবির শুটিং হয়েছে তৌকীর আহমেদের রিসোর্ট নক্ষত্রবাড়িতে।

তৌকীর আহমেদের সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা হলো?

খুবই মজার। এত সহজ করে সব কিছু গুছিয়ে রাখেন যে মনেই হয়নি আমি শুটিং করছি। তার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। এক কথায় তার সঙ্গে কাজ করা সব সময়ই ভালো লাগার। এখন ব্যস্ততা কী নিয়ে?

‘গরীব কেন কাঁদে’ নামে একটি সাত পর্বের কাজ করেছি। পরিচালনা করছেন মাসুদ সেজান। তাছাড়া তিনটি একক নাটক করছি। সাথে আরও দুটি ছয় পর্বের নাটকও করছি।

আপনার প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ মুক্তির প্রায় এক মাস হলো। আপনার প্রাপ্তি কতটুকু?

প্রাপ্তি আসলে অনেক। যতটুকু ভেবেছিলাম, সত্যি বলতে তার থেকেও বেশি। দেখুন এক মাস হয়ে যাওয়ার পরও ছবিটি প্রেক্ষাগৃহে চলছে। মাঝখানে শ্যামলী সিনেমা হল থেকে নামিয়ে দিলেও পরে সিনেমাপ্রেমীদের জন্য আবারও প্রদর্শিত হচ্ছে। তাছাড়া যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্সে এখনো চলছে ছবিটি। ছবি মুক্তির পর মানুষের ভালোবাসা পাচ্ছি, এর চেয়ে আর বড় পাওয়া কী হতে পারে!

ছবিটি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বিষয়টি কীভাবে দেখছেন?

বিষয়টি খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশে কয়েক বছরে এত সমালোচনা মনে হয় না কোনো ছবি নিয়ে হয়েছে। আর আমার মনে হয় গুটি কয়েক মানুষজন ছাড়া ছবিটি শতকরা ৯০ভাগ দর্শকই পজেটিভভাবে গ্রহণ করেছে। যদিও প্রতিটা কাজে পজেটিভ-নেগেটিভ দুটোই থাকে। তারপরও আমি বলব আমি বেশ সাড়া পেয়েছি। যা আমাকে অনুপ্রাণিত করে। আর আমি সবকিছু ভালোভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলাম। আর একটা কথা না বললেই নয়, এই সময়ে বাংলা ছবি দিয়ে ব্যবসা করা কিন্তু মুশকিল। তারপরও নিজের টাকা খরচ করে অনিমেষ আইচ গুরুতপূর্ণ বিষয় নিয়ে ছবি বানিয়েছেন। এটা কিন্তু একজন পরিচালক হিসেবে দায়বদ্ধতা থেকে করেছে অনিমেষ, আর আমি একজন অভিনেত্রী হিসেবে।

নতুন কোনো ছবির কথা হচ্ছে?

আসলে আমি কোনো কাজ নিয়ে তখনি কথা বলি, যখন সব চূড়ান্ত হয়। আপাতত এমন কিছুই হয়নি। তাই আগাম কিছু বলতে পারছি না।

সামনের পরিকল্পনা কী?

একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিকল্পনা চলছে। এর ভাবনা আমার। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তাছাড়া যেহেতু আমি ধ্রুপদী নৃত্য করেছি, তাই একটি নৃত্যনাটক করার পরিকল্পনা চলছে। লেখা: আসিফ রহমান খান

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *