Home / মিডিয়া নিউজ / কথা রাখলেন শাবনূর

কথা রাখলেন শাবনূর

বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় জোর আলোচনা চলছিল শাবনূর আবার কাজে ফিরবেন। শাবনূরও

পরিচালকদের কথা দিয়ে কথা রাখতে পারছিলেন না। মূলত সংসার ও সন্তানকে সময় দিতে গিয়েই কাজে ফেরা হচ্ছিল না তার। মাস খানেক আগে চ্যানেল অাই অনলাইনকে শাবনূর জানিয়েছিলেন তিনি আবারও কাজে ফিরবেন। হাজির হবেন চমক নিয়ে। অভিনয়ের পাশাপাশি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এতো প্রেম এতো মায়া’ ছবির গানেও কণ্ঠ দিবেন তিনি।

সে সময় শাবনূরের এই ঘোষণার ব্যাপারে বেশ শঙ্কায় ছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ভেবেছিলেন আগের মতো কথা দিয়েও তিনি কথা রাখতে পারবেন কিনা। তবে পরিচালকের সেসব সংশয় দূর করে ৩১ আগস্ট রাতে শাবনূর দাঁড়ান মাইক্রোফোনের সামনে।

এদিন রাজধানীর মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়ার স্টুডিওতে গানে কণ্ঠ দেন শাবনূর।

‌’বোঝাবো কি দিয়ে তোমাকে নিয়ে সাজিয়েছি আমি গল্প যত/হৃদয়ের কিনারে দো চোখের কিনারে কেউ নেই আমার তুমি ছাড়া/যেদিকে ফিরে চাই, যেখানে পা বাড়াই/ছুঁয়ে যায় তোমারই ছায়া/এতো প্রেম এতো মায়া।-এমনই গানের কথায় কণ্ঠ দেন শাবনূর। শ্রী প্রিতমের সুরে গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।

এ বিষয়ে পরিচালক মানিক বলেন, ‘বেশ সংশয়ে ছিলাম। তবে শেষ পর্যন্ত শাবনূর গানটি গাওয়ায় আমি আনন্দিত। সে বেশ ভালো গেয়েছে।’

তবে পরিচালক প্রশংসা করলেও শাবনূর গান গেয়ে সন্তুষ্ট নন। চ্যানেল আই অনলাইনকে শাবনূর বলেন, ‘গান গেয়েছি ঠিক আছে। কিন্তু মনমতো গাইতে পারিনি। আমি পরিচালককে অনুরোধ করেছি, যেন গানটা আবারও রেকর্ড করা হয়। কারণ আমি তো আগে কখনো গান গাইনি। এবারই প্রথম গাইলাম। গানের চর্চাও করিনি কখনো। আমি মনে করি আরেকবার রেকর্ড করলে গানটা আরও ভালো হবে।’

শাবনূর সন্তুষ্ট না হলেও পরিচালক সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমার মনে হয় না আবার রেকর্ড করতে হবে। শাবনূর একটু বেশি খুঁতখুঁতে স্বভাবের তো। তাই সে তৃপ্ত নয়। তারপরও যদি সময় পাই তাহলে শাবনূরকে দিয়ে আবারও রেকর্ড করানোর চেষ্টা করব।’

উল্লেখ্য ঈদের পরপরই শুটিং শুরু হবে ‘এতো প্রেম এতো মায়া’ ছবির। এ ছবিতে শাবনূর ছাড়াও ফেরদৌস, সাইমন সাদিক, পিয়া বিপাশাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

লেখা: সুদীপ্ত সাইদ খান।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *