





জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘বেপরোয়া’তে জুটি হলেন জনপ্রিয় চিত্রনায়িকা ববি আর নবাগত রোশান।






ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজা চন্দ। গতকাল ২৯ আগস্ট রোববার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনার গাঁও হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত নায়করাজ রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
ছবি সম্পর্কে ববি বলেন, ‘জাজের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। যদিও জাজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি অনেক আগেই। নিজের অন্য ছবির ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি। আর রোশান নতুন হলেও তিনি প্রায় আমার সমবয়সী। আশা করি সমস্যা হবে না।’
রোশান বলেন, ‘ববি আপা জনপ্রিয় অভিনেত্রী। তার সঙ্গে কাজ করতে যাচ্ছি। আমি খুবই উৎফুল্ল। আশা করছি ভালো কিছু হবে।’
ছবিতে আরও অভিনয় করবেন শহীদুল আলম সাচ্চু, কাজী হায়াত, কমল পাটেকার, শিবা শানু, রেবেকাসহ অনেকে।
মহরত অনুষ্ঠানে সিনেমার বর্তমান সংকটও উঠে এলো অতিথিদের বক্তব্যে। প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সিনেমার সংকট মোকাবেলায় সরকার কাজ করছে। একটি বেসরকারী সংস্থা সারা দেশে ৫০টি সিনেপ্লেক্স তৈরি করে দেবে। জানুয়ারির আগেই এগুলো চালু হওয়ার সম্ভাবনা আছে। আশা করি যারা সিনেমা বানাবে তাদের প্রদর্শন নিয়ে ভাবতে হবে।’
এদিকে কাজী হায়াত তথ্যমন্ত্রীর কাছে সিনেমা পরিবারের চলমান দ্বন্দ্ব নিরসনে এগিয়ে আসার আহ্বান জানান।
লেখা: সুদীপ্ত সাইদ খান