Home / মিডিয়া নিউজ / মজার কথা বললে মজা থাকে না: সাজু খাদেম

মজার কথা বললে মজা থাকে না: সাজু খাদেম

চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‌’তিন পাগলের হলো মেলা’। আবুল হায়াতের

পরিচালনায় নাটকটিতে তিন পাগলের চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, শতাব্দী ওয়াদুদ ও আগুন। তিন পাগলের এক পাগল সাজু খাদেমের সঙ্গে কথা হয় নাটকটি নিয়ে। সাজু খাদেম বলেন, ‘নাটকটি করে বেশ ভালো সাড়া পাচ্ছি। এর কারণও রয়েছে ভাল গল্প, সুন্দর নির্মাণ।’

আবুল হায়াতের পরিচালনায় প্রথম কাজ করেছেন উল্লেখ করে সাজু বলেন, ‘হায়াত আঙ্কেলের পরিচালনায় এটা আমার প্রথম কাজ। উনি তো মুরুব্বি মানুষ, অভিজ্ঞ মানুষ। জানপ্রাণ দিয়ে কাজ করেন। প্রতিদিনই উনার কাছ থেকে কিছু না কিছু শিখতে পেরেছি।’ সহকর্মী আগুন ও শতাব্দী ওয়াদুদের সঙ্গে সাজুর কাজের অভিজ্ঞতা বেশ মজার। সাজু বেলন, ‘আগুন আর শতাব্দী ওয়াদুদের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বের। তো বাস্তব জীবনের সে সম্পর্ক কাজ করতে এসেও কাজে দিয়েছে। আগুন ভাই এবং শতাব্দী ভাই বেশ কো অপারেটিভ ছিলেন।’

শুটিংয়ের নানা মজার অভিজ্ঞতার কথাও তুলে ধরলেন। সাজু বললেন, ‘মজার নাটকে অভিনয় করতে গেলে অনেক মজা হয়। তবে সেসব মজার কথা বলতে চাই না। কারণ মজার কথা বলেত গেলে মজা থাকে না। এসব মজার গল্প বললে আসলে পাঠক মজা নাও পেতে পারে। কারণ ঘটনাটা যখন ঘটে মজাটা ঠিক তখনই পাওয়া যায়। শুটিং স্পটে সারাদিনই প্রচুর মজার ঘটনা ঘটে। এসব বলেও শেষ করা যাবে না।’

লেখা:সুদীপ্ত সাইদ খান

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *