





চলচ্চিত্র ও নাটক দুই মাধ্যেমই কাজ করছেন তমা মির্জা। সাম্প্রতিক কাজ ও নানা প্রসঙ্গে তিনি কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।






সম্প্রতি গ্রাস ছবিটি মুক্তি পেয়েছে। রেসপন্স কেমন?
তমা মির্জা: রেসপন্স ভাল। কিছু ছবি থাকে ব্যাপক ব্যবসাসফল হয়। আবার কিছু ছবি থাকে ব্যবসা সফল হয় না।এই ছবিটি ব্যবসাসফল না হলেও অনেক সম্মান নিয়ে আসবে।
মারিয়া তুষারের মতো একদম নতুন পরিচালকের সঙ্গে কাজ করলেন, অভিজ্ঞতা কেমন?
তমা মির্জা: মারিয়া তুষার নতুন পরিচালক হলেও আনাড়ী নয়। পড়াশোনা করে আসা একটি মেয়ে। ওর নির্মাণ অনেক ভাল। ওর সঙ্গে আমার সম্পর্কও বন্ধুর মতো। কাজ শেষ হওয়ার পরেও ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে।
ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
তমা মির্জা: ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অন্যরকম। অনেক ভালো। এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে আমি অনেক হ্যাপী। আর অন্য প্রযোজকদের মতো তারা বাড়তি কোনো পেইন দেয়নি। স্বাধীনভাবে কাজ করতে পেরেছি। এর আগে তাদের সঙ্গে নদীজনসহ আরও তিনটি ছবিতে কাজ করেছি। কাজ করার সময় ব্যক্তিস্বাধীনতা থাকে। আবার অফিসে এসে প্রযোজকদের সঙ্গে চা-টা খেতে হবে এমন ব্যাপারও থাকে না। বলব যে আর্টিস্টদের জন্য ইমপ্রেসের সঙ্গে কাজ করা সুখকর অভিজ্ঞতা। আমি সৌভাগ্যবান যে এদের তিনটি ছবিতে কাজ করতে পেরেছি।
মাঝে মাঝে তো নাটকেও আপনাকে দেখা যায়?
তমা মির্জা: প্রতি বছর একটা করে নাটক করি। এবারও একটা নাটকে অভিনয় করছি।
সর্বশেষ ‘চল পালাই’ ছবিতে অভিনয় করলেন-এটার কি খবর?
তমা মির্জা: ছবিটির কাজ শেষ। দেবাশীষ বিশ্বাসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। আবার নায়ক শাহরিয়াজও অনেক কো-অপারেটিভ।
এই ছবিতে তমার চরিত্র?
তমা মির্জা: এই ছবিতে আমাকে শাহরিয়াজের প্রেমিকা হিসেবে দেখা যাবে। প্রেমের এক পর্যায়ে দেখা যাবে আমি নায়কের সঙ্গে হাত ধরে পালিয়ে যাব।
ব্যক্তিগত জীবনেও কি তমাকে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যেতে দেখা যাবে?
তমা মির্জা: মানে কি? আমার বয়ফ্রেন্ড! (হাসি) অবশ্য আমার ভালোবাসার মানুষ আছে। আমার কাছে ভালোবাসা অনেক পবিত্র। আর পালিয়ে যাওয়ার মতো মেয়ে তমা নয়?কারণ আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাবা মাকে। তাদের না জানিয়ে কিছু করার প্রশ্নই উঠে না।
বিয়ে করছেন কবে?
তমা মির্জা: ভালোবাসার মানুষ আছে বলেই তাকে বিয়ে করতে হবে এমন কোন কথা নেই। আগে পড়াশোনা শেষ করি। ক্যারিয়ারটা আরও রানিং করি। আর এলএলএম-এ পড়ছি। এটা কমপ্লেট করব। তারপর অন্য চিন্তা।
এলএল এম করার পর কি অভিনয় ছেড়ে আইন পেশায় নামবেন?
তমা মির্জা: না, ‘ল’ পড়েছি বলে আইন পেশায় নামতে হবে এমন কোন কথা নেই। তবে আমার পরিবার ‘ল’ পেশাটাকে অনেক পছন্দ করে। তাই এ বিষয়ে পড়ালেখা করছি। তবে অভিনয় ছাড়ার কোন চিন্তা আাপাতত আমার নেই।
সাক্ষাতকার গ্রহণ: সুদীপ্ত সাঈদ খান