Home / মিডিয়া নিউজ / জগতে সালমানের মতো বড় মনের মানুষ দেখেনি : ক্যাটরিনা

জগতে সালমানের মতো বড় মনের মানুষ দেখেনি : ক্যাটরিনা

অবশেষে সাবেক প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ। সাম্প্রতিক

এক সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন তার জীবনে সালমানের ভূমিকা। বললেন, “আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম সালমান খান!”

বলিউডে এখন জোর গুজব, সব ঠিক থাকলে সামনের বছরেই রণবীর কাপূরের সঙ্গে বিয়েটা সেরে

ফেলছেন ক্যাটরিনা। তাই ইদানীং তিনি আর রণবীর কী করছেন, সবাই তা জানতে অস্থির!

অথচ, রণবীরকে নিয়ে মিডিয়ায় তেমন কিছু বলতে প্রায় শোনাই যায় না ক্যাটরিনা কাইফকে। বদলে তিনি হালফিলে খুব বেশি করে বলছেন অন্য নায়কদের সঙ্গে তার সম্পর্কের কথা। কিছু দিন আগেই তিনি জানিয়েছিলেন, রণবীর নয়, অক্ষয় কুমারের সঙ্গেই তার জুটি সেলুলেয়েডে সবচেয়ে ভাল দেখায়! আর এ বার তার জীবনে রণবীরের ভূমিকা কতটা, সেটা জানানোর আগে ঋণ স্বীকার করলেন সাবেক প্রেমিকের।

সালমানকে নিয়ে ঠিক কী বলছেন ক্যাটরিনা?

ক্যাটরিনার জবানবন্দি, “এই জগতে সালমানের মতো মানুষ বড় একটা দেখা যায় না। সালমান খুবই ইউনিক এক জন মানুষ। আমার জীবনে সব সময়েই ওর ঋণ থেকে যাবে। ওকে ছাড়া আমার এগিয়ে চলাটা আরও বেশি কঠিন হত!”

অবশ্য, শুধুই সলমন নন! তার জীবনে এবং বলিউডের কেরিয়ারে সালমানের সঙ্গে অজস্র সহযোগিতা যে করেছে তার পরিবারও, সে কথাও জানাতে ভুলছেন না নায়িকা। বলছেন, “যে কয়েক জন মানুষকে আমি গভীর ভাবে শ্রদ্ধা করি, তাদের মধ্যে সালমানের মা-বাবা রয়েছেন। ওদের কথা আমি কোনও দিন ভুলব না!’

তবে, সালমানের পরিবারের মধ্যে ক্যাটরিনা বিশেষ করে বলেছেন নায়কের বোন অলবিরা খানের কথা। অলবিরাই না কি এক সময়ে ছিলেন ক্যাটরিনার মানসিক শান্তির উৎস। কেরিয়ারের একটা সময়ে পর পর ফ্লপ ছবির মধ্যে দিয়ে যেতে যেতে খুবই ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। “অলবিরা সেই সময়ে আমায় নানা আধ্যাত্মিক জায়গায় নিয়ে যায়। আমি নিজেও যে হেতু ঈশ্বরে বিশ্বাসী, তাই ওই জায়গাগুলোয় গিয়ে শান্তি খুঁজে পাই”, বলছেন ক্যাটরিনা।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *