Home / মিডিয়া নিউজ / অজয় দেবগনের জন্য তিনি আজও অবিবাহিত

অজয় দেবগনের জন্য তিনি আজও অবিবাহিত

তিনি কেন আজও অবিবাহিত এবং ‘সিঙ্গেল’? প্রশ্ন আসতেই তাব্বুর সটান উত্তর অজয় দেবগনের

জন্যই আজ তাঁর এই অবস্থা। কিন্তু কেন? অজয়ের সঙ্গে কী তাঁর কোনও সম্পর্ক ছিল অতীতে?

এমন কথা তো অন্তত টিনসেল টাউনের আনাচে কানাচে আঁড়ি পাতলেও শোনা যায় না। তাহলে!

কৌতুহল কাটাতে উত্তরটা দিলেন তাব্বুই। বললেন, তাঁর সঙ্গে অজয় দেবগনের যোগাযোগ দীর্ঘদিনের। পেশাদার ক্ষেত্র টপকে বহুকাল আগেই সম্পর্ক গড়িয়ে গেছে পারিবারিক স্তরে। আর সেই সূত্রেই যৌবনের দিনগুলিতে তাব্বুর বোন সমীরা এবং অজয় মিলে নাকি যে ছেলেই নাকি তাব্বুর সঙ্গে কথা বলতে বা মিশতে চাইত তাঁদের হঠিয়ে দিত।

আর তার ফলেই আজও তিনি ‘একা’। এখানেই থামেননি তিনি, বরং আরও বলেছেন, অজয়ের আজ এর জন্য অনুশোচনা হয় কিনা জানি না। সত্যিই, রসবোধ আছে বটে এই বলি কন্যের!

কিন্তু, তাব্বুর এহেন ‘রসিকতা’ কতটা সত্যি তা জানার সঠিক কোনও উপায় নেই। তবে একথা ঠিক যে, কাজলপতির সঙ্গে তব্বুর বন্ধুতা আজকের নয়, বরং বেশ দীর্ঘদিনের।-জিনিউজ

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *