Home / মিডিয়া নিউজ / ঘর বাঁধতে পালিয়ে গিয়েও ফিরে এলেন নিশো-মেহজাবিন

ঘর বাঁধতে পালিয়ে গিয়েও ফিরে এলেন নিশো-মেহজাবিন

একান্নবর্তী পরিবারের খুব চটপটে মেয়ে জুঁই। একই পাড়ার অন্য পরিবারের সহজ-সরল ছেলে

সাফায়েতের সঙ্গে কাঁচামিঠা প্রেম। সাফায়েতের মা দুই চোক্ষে দেখতে পারেন না জুঁই’র পরিবারকে।

ব্যাটা টাইপের জুঁইকে ছেলের বৌ বানানো চিন্তাও করতে পারেন না। ঠিক এর উল্টো জুঁইয়ের পরিবার।

জুঁই সাফায়েতের মতো লুতুপুতু টাইপ ছেলেকে বিয়ে করবে এটা স্বপ্নেও ভাবতে পারে না তার বাপ-চাচারা।

শুধু সাফায়েতই না তার বাবাও মা’র কথায় ওঠে বসে। সাফায়েতের মাকে জুঁইয়ের পরিবারের মানুষেরা এক ধরনের মানসিক রুগীই ভাবেন। সমস্ত বিষয় বিবেচনায় জুঁই আর সাফায়েত পালিয়ে যায়। কিন্তু পালানোর বাড়িতে ফিরে আসে। কিন্তু ফিরে দেখে পরিস্থিতি ভিন্ন। জুঁইয়ের অভাবে তাদের পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। আর সাফায়েতের মা সবার সেবা করছেন। কিন্তু তার রাগ রয়েই গেছে সাফায়াতের উপর। তাই সাফায়াতকে মারধোর শুরু করেন তার মা। এরপর নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে এগিয়ে গেছে ‘জুঁই? একটু তোকে ছুঁই?’ নাটকের দৃশ্য।

এমনি টানটান উত্তেজ্জনা পূর্ণ গল্পে এ নাটকের দৃশ্যাধারণের কাজ এরইমধ্যে সম্পূর্ণ হয়েছে। এস এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ নাটকে জুঁইয়ের চরিত্রে রূপদান করেছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী মেহজাবিন চৌধুরী আর সাফায়েতের চরিত্রে আফরান নিশো। রাজীব আহমেদ রচনায় নাটকটি নির্মাণ করেছেন রুবেল হোসেন।

‘জুঁই? একটু তোকে ছুঁই?’ নাটেক নিশো ও মেহজাবিন ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে মনিরা মিঠু, মাহামুদুন নবীসহ অনেককে। আসছে ঈদ-উল-আযহায় বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে নাটকটি প্রচারিত হবে, পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানের নিজস্ব ইউটিউবে চ্যানেল অবমুক্ত করা হবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *