





জনপ্রিয় নৃত্যশিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ। নাটকে কালে ভদ্রে দেখা যায় তাকে। সেটাও উৎসব






কেন্দ্রিক নাটকে। এবাররের ঈদুল আজহার বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। যা প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে।






মৌ অভিনীত এবারের ঈদের অন্যতম নাটক হচ্ছে ‘থেকে যায় প্রশ্ন’। এতে মৌয়ের বিপরীতে অভিনয়






করেছেন এফ এস নাঈম। সম্পর্কের টানাপড়েন নিয়ে এর গল্প।ফারিয়া হোসেনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান।
নাটকটি নিয়ে মৌ বলেন, এবারের ঈদে কয়েকটি নাটকে কাজ করেছি। তার মধ্যে এ নাটকটিতে কাজ করে অন্য রকম ভালো লাগা কাজ করেছে। মূলত গল্পের কারণেই এ ভালোলাগা। প্রচার হলে দর্শকদেরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস’
ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।