Home / মিডিয়া নিউজ / আমাকে হোটেল রুমে নিয়ে যেতে চেয়েছিল পরিচালক : বিদ্যা

আমাকে হোটেল রুমে নিয়ে যেতে চেয়েছিল পরিচালক : বিদ্যা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে মিশন মঙ্গল ছবি করে জনপ্রিয়তায় আরও এক ধাপ

এগিয়ে গেছেন বিদ্যা বালান। ছবিটি মুক্তির পর একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে

বসেছিলেন বিদ্যা বালান। সেখানেই নানা কথা বলতে গিয়ে কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এই অভিনেত্রী।

পুরনো কথা মনে করে বিদ্যা বলেছেন, ‘আমার একটা দিন মনে পড়ছে চেন্নাইয়ে, এক পরিচালক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি বলেছিলাম চলুন কফি শপে বসে কথা বলি, কিন্তু তিনি ক্রমাগত আমাকে বলছিলেন হোটেল রুমে যেতে। আমি উঠে আমার ঘরের দরজাটা খুলে দিয়েছিলাম, তারপরই পাঁচ মিনিটে ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি।’

বিদ্যা আরও বলেছেন, ‘একবার একজন লিখেছিল, বিদ্যা যা সব ড্রেস পরে তাতে কোনও ব্যবসা তো দূর, ঘরে বসে থাকা উচিত।… এই কথাটা আমাকে অনেকদিন তাড়িয়ে বেরিয়েছিল। আমি সেটা নিয়ে স্বপ্ন দেখতাম আর রাগ হত। এখন এই কথাগুলো আমাকে ছোঁয় না।’

বিদ্যা জানিয়েছেন, তামিলে প্রায় ১২টি ছবিতে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সবই হয়েছিল মৌখিকভাবে পাওয়া কাজ। কোনও লিখিত চুক্তি ছিল না বলে অন্য নায়িকাকে নিয়ে বিদ্যাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বিদ্যা আরও বলেছেন, ‘আমার বাবা-মা চেন্নাই এসে প্রযোজকের সঙ্গে দেখা করেছিলেন। ওই প্রযোজক কয়েকটি ক্লিপ দেখিয়ে বলেছিল, ওকে কি কোনও দিক থেকে নায়িকা মনে হয়?’

মায়ের কাছ থেকে ঘটনার কথা শুনে প্রায় ৬ মাস আয়নায় মুখ দেখতে পারেননি বিদ্যা। নিজেকে অত্যন্ত কুৎসিত মনে হয়েছিল তার।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *