





এবার মাত্র ৫০০ টাকাতেই হওয়া যাবে দেশীয় শোবিজের পরিচিত মুখ নায়লা নাঈমের ফেসবুক বন্ধু।






সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক স্ট্যাটাসের মাধ্যমে এই কথা জানান।






স্ট্যাটাসে নায়লা নাঈম লিখেছেন, সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আমি ১০






জন অপরিচিত বন্ধুর ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করবো এবং প্রতিটি ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য ৫০০ টাকা করে চার্জ করবো।
নায়লা নাঈম জানান, বন্ধুত্বের বিনিময়ে পাওয়া ৫ হাজার টাকা তিনি একটি অসুস্থ ঘোড়ার চিকিৎসার জন্য ব্যয় করবেন।
স্ট্যাটাসে তিনি আহত ঘোড়াটির একটি ভিডিও লিংকও সংযুক্ত করেছেন। পাশাপাশি টাকা পাঠানোর জন্য দু’টি বিকাশ নাম্বারও দিয়েছেন।