Home / মিডিয়া নিউজ / আবারো স্ত্রীকে উৎসর্গ করে আসিফের গান

আবারো স্ত্রীকে উৎসর্গ করে আসিফের গান

আসিফ আকবরের ১১তম একক অ্যালবাম ‘তবুও ভালোবাসি’ প্রকাশিত হয় ২০০৪ সালে। ১২টি গান

দিয়ে সাজানো এই অ্যালমাবটি আসিফ আকবর প্রিয়তমা স্ত্রী সালমা আসিফ মিতুর কাছে হয়ে উঠলো

বিশেষ গুরুত্বপূর্ণ। যদিও তার সব গানই মিতুর কাছে প্রিয় এবং গুরুত্বপূর্ণ। তবে ‘তবুও ভালোবাসি’

অ্যালবামটি বিশেষ গুরুত্ব পাওয়ার একটি চমকপ্রদ কারণও আছে। ঐ অ্যালবামের ৪ নম্বর ট্র্যাক ‘কোন একদিন যদি চলে যাই, তারাদের চেয়েও আরো দূরে’ গানটি আসিফ আকবর উৎসর্গ করেছিলেন তার স্ত্রী মিতুকে।

২০০৪ থেকে ২০১৯ প্রায় ১৫ বছর পর আবারো স্ত্রী মিতুকে উৎসর্গ করে গান গাইলেন আসিফ আকবর। গানের শিরোনাম ‘ভালো থাকার জন্য’। আহমেদ রিজভী’র কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি প্রকাশ করে আর্ব এন্টারটেইনমেন্ট।

‘শুধু একটু ভালো থাকতে চাওয়ার জন্য/তোমার কাছে রোজই ছুটে আসি/ আমার গল্পগুলো তোমায় নিয়ে লেখা/ কেউ না জানুক তোমায় ভালোবাসি’ এমন কথায় স্ত্রীকে নিজের না বলা কথা জানিয়েছেন আসিফ আকবর। তিনি জানান, মিতু আর আমি এক আত্মা। আমার দীর্ঘ ক্যারিয়ারে আমাকে গুছিয়ে রেখেছে মিতু। ওকে শুধু ভালোবাসি বললে কম হয়ে যায়। এর থেকে বড় কোনো শব্দ যদি প্রেমে থেকে থাকে তাহলে সেটা মিতুর জন্যই প্রযোজ্য।

সালমা আসিফ মিতু জানান, আসিফ একটু পাগলাটে। তবে আমি মানিয়ে নিয়েছি। ওর ব্যক্তিত্ব আমাকে বরাবরই মুগ্ধ করে। ওর সব গানই আমার প্রিয়। তবে যে গানটা একান্তই আমাকে নিয়ে করা, সেই গানের প্রতি একটু বেশিই মুগ্ধতা থাকে। আমরা ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *