





বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হলো চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন।






শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে এফডিসির সর্বত্বই উত্তেজনা আর উচ্ছ্বাস!






আট বছর পর এই নির্বাচনকে ঘিরে এদিন এফডিসিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।






এমনকি এই নির্বাচনকে ঘিরে এফডিসি কেন্দ্রীক চলচ্চিত্রের অন্য সংগঠনগুলোকেও বেশ চাঙ্গা দেখা গেছে।
প্রযোজক সমিতির সদস্যরা সকাল থেকে ভোট দিতে উপস্থিত হোন কেন্দ্রে। সদস্য হিসেবে বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আসেন দুপুর একটার দিকে। এরপর প্রযোজক সমিতিতে কিছু সময় অবস্থানের পর তিনি ভোট দেন।
ভোট দিয়ে বের হওয়ার পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। চলচ্চিত্রের ভবিষ্যত সম্পর্কে মন্তব্য করেন ঢাকাই ছবির এই শীর্ষ নায়ক ও প্রযোজক।
শাকিব বলেন, প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। আজ আনন্দের দিন। বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ হচ্ছে, বেশ ভালো লাগছে।
প্রযোজক সমিতির নির্বাচনে ২১ টি পদের জন্য লড়ছেন ৪১জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে চিত্রনায়িকা ববিও নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
প্রায় আট বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন প্রশাসকের মাধ্যমে পরিচালিত প্রযোজক সমিতি ভারমুক্ত হয়ে
নিয়মিত নেতৃত্বের হাতে পড়বে। এতে নেতৃত্বের বন্ধ্যাত্ব যেমন ঘুচবে, তেমনি চলচ্চিত্রের প্রধান সংগঠন হিসেবে স্বীকৃত প্রযোজক সমিতির গতিশীলতায় চলচ্চিত্র শিল্পও গতিশীল হবে বলে মনে করছেন পরিচালক এবং শিল্পীরা।