





দেশের বাইকারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে একটি রিয়্যালিটি শো ‘স্টান্ডমেনিয়া’। এই শো’য়ের মাধ্যমে






দেশের সেরা বাইকার খুঁজে বের করা হবে। সেই শো’য়ের বিচারকের দায়িত্ব






পালন করছেন ঢাকাই ছবির এই সময়ের তিন নায়ক নিরব, সাইমন ও শিপন মিত্র।






‘স্টান্ডমেনিয়া’র জন্য সারা দেশ থেকে আট হাজার জন বাইকার বাইক চালানোর ভিডিও পাঠিয়েছে বলে এনটিভির পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের মধ্যে যোগ্যতার বিচারে একশ’জনকে নির্বাচিত করা হয়েছে। সেই একশ’জন থেকে আবার চলছে যাচাই- বাছাইয়ের প্রক্রিয়া।
এভাবেই আট হাজার বাইকারদের মধ্যে থেকে সেরা বাইকারকে তুলে আনা হবে। বিচারকেরা সেই কাজটিই করছেন। কে হচ্ছে সেরা বাইকার সেটা দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির পর্দায়। শনিবার ঢাকার রেসিডেন্সিয়াল কলেজের মাঠে হচ্ছে বাইকার নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, সেখানে প্রথম দিনে ৪০ জন প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জনকে বাছাই করা হয়। ২৬ তারিখ থেকে সাভারে এই ৩০ জনকে নিয়ে নতুন সেগম্যান্ট শুরু হবে। আয়োজনটি মোট ১২ পর্বে নির্মিত হচ্ছে। পালসার স্ট্যান্টমেনিয়া উপস্থাপনা করছেন লাবণ্য সালসাবিল।