Home / মিডিয়া নিউজ / দেবদাস আসিফ আকবর

দেবদাস আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর। বহুবছর ধরে মাতিয়ে এসেছেন বাংলা গান দিয়ে।

বর্তমানে ঈদুল আযহাকে সামনে রেখে তুমুল ব্যস্ত সময় পার করছেন ‘ও প্রিয়া তুমি কোথায়’

খ্যাত এই গায়ক। ভক্তদের নতুন কিছু চমক দিতে দিন রাত পরিশ্রম করে চলেছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে ফাঁসির দড়ি গলায় এক সেলফি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছিলেন আসিফ। এবার তাকে দেখা গেলো ‘দেবদাস’ রূপে।

জানা গেলো, একটি গানের মিউজিক ভিডিওতে দেবদাস রূপে দেখা যাবে আসিফকে। গানটির শিরোনাম ‘দেবদাস’। এতে কণ্ঠ দিয়েছেন আসিফ নিজেই। রাজীব আহমেদ-এর কথায় গানের সুর-সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।

এ গানটি প্রসঙ্গে আসিফ জানান, মানিকগঞ্জে গানটির শুটিং হয়েছে। গানটি নিয়ে আসছে ধ্রুব মিউজিক স্টেশন।

এছাড়া আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে একাধিক নতুন গান নিয়ে আসছেন আসিফ আকবর। কিছুদিন আগে, ‘তোর কথায় সন্ধ্যা নামে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। সহশিল্পী হিসেবে আছেন জুলি। আহমেদ রিজভীর কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর দাস।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *