Home / মিডিয়া নিউজ / আবার একসঙ্গে নোবেল ও শখ

আবার একসঙ্গে নোবেল ও শখ

দীর্ঘদিন পর আবারও একটি এক ঘণ্টার নাটকে একসঙ্গে অভিনয় করবেন মডেল নোবেল ও অভিনেত্রী শখ।

নাটকটির নাম ‘অহংকার’। শুটিং হবে ১৩ ও ১৯ জুলাই। নাটকটির গল্প লিখেছেন সাব্বির চৌধুরী। চিত্রনাট্য তৈরি

করেছেন রিয়াজুল আলম শাওন। পরিচালনা করবেন শেখ সেলিম। এর আগে সর্বশেষ নোবেল

আর শখ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৬ সালে। নাটকের নাম ছিল ‘দ্য হিরো’।

অনেক দিন পর নোবেলের বিপরীতে অভিনয় প্রসঙ্গে শখ বলেন, ‘নোবেল দেশের একজন নামকরা মডেল। আমি নিজেই তাঁর ভক্ত। তিনি একজন ভালো মনের মানুষ। তাঁর বিপরীতে কাজ করতে যাচ্ছি, অবশ্যই ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘এর আগে ২০১৬ সালে “দ্য হিরো” নামে একটি নাটকে আমরা দুজন একসঙ্গে কাজ করেছিলাম, ওই সময় নাটকটি দর্শকেরা বেশ পছন্দ করেছিলেন।’

নাটকটি গল্প এমন, অহংকার পতনের মূল। বেশি সম্পদশালী হয়ে গেলে কোনো কোনো মানুষের চলাফেরা, আচরণ পরিবর্তন হয়ে যায়, মানুষকে মানুষ মনে করেন না, অহংকারী হয়ে ওঠেন। শেষে পতন হয়।

এমনই গল্প নাটকটির। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘নাটকটির গল্প ভালো। বাস্তবের সঙ্গে মিল রেখেই গল্পটি লেখা হয়েছে। পড়ে ভালো লেগেছে।’ এই মডেল ও অভিনেতা আরও বলেন, ‘আমি চাকরি করি, মিডিয়াতে কাজের সময় একদমই সময় পাই না। কাজটি ভালো হবে মনে করে ছুটির দিনগুলো বেছে নিয়ে কাজ করতে যাচ্ছি।’শখপরিচালক শেখ সেলিম বলেন, ‘নোবেলের হাতে কাজের সময় নেই। ছুটির দিনগুলো সিডিউল দিয়েছেন। সে অনুযায়ী ১৩ ও ১৯ জুলাই উত্তরার লোকেশনে শুটিং করব।’ পরিচালক বলেন, ‘এখনো চ্যানেল ঠিক হয়নি। আশা করছি, আগামী ঈদে যেকোনো একটি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।’

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *