Home / মিডিয়া নিউজ / বেশিদিন বাঁচতে চান না কেন মৌসুমী হামিদ!

বেশিদিন বাঁচতে চান না কেন মৌসুমী হামিদ!

ঈদুল আযহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী হামিদ, শিপন মিত্র অভিনীত ছবি

‘ভালোবাসার রাজকন্যা’। জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার অরুণ চৌধুরীর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করেছেন রাজু আলীম।

ভালোবাসার রাজকন্যা’ চলচ্চিত্রে কাহিনীর বাঁকে বাঁকে রয়েছে টুইস্ট। এছাড়াও ছবির গল্পে নতুনত্ব

আছে বলে জানান নির্মাতা। আর সেই টুইস্টে এরকটি হলো মৌসুমী হামিদের মরে যাওয়ার প্রবণতা।

নায়িকার মা একজন বিজনেসপার্সন তাই মায়ের কাছ থেকে অনেক দুঃখ পেয়েছেন তিনি। স্বামী মারা গেছেন অনেক আগে। তারপর আবেগের বশবর্তী

হয়ে ভালোবাসে ফেলেন তারই মেয়ের বিশ্ববিদ্যালয়ের সুদর্শন তরুণ শিক্ষককে। মেয়েটির সঙ্গে সেই শিক্ষকের বন্ধুত্ব ছিলো। এটা মেনে নিতে পারে না মেয়ে। আর এরপর থেকেই আর বেশিদিন বাঁচতে চান না মৌসুমী হামিদ। আর এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।

নেপালের মনোরম লোকেশনে চিত্রায়িত ‘ভালোবাসার রাজকন্যা’ ছবিটিতে চমক হিসেবে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ফেরদৌস আরার কণ্ঠে গাওয়া গান।

ঈদুল আজহায় টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ামের পাশাপাশি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *