





বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে একজন ভার্সেটাইল অভিনেত্রীতে পরিণত করেছেন মেহজাবিন।






যখন যে চরিত্রে অভিনয় করেন নিবেদিত হয়ে সেটি পর্দায় ফুটিয়ে তুুলতে চেষ্টা করেন। যার কারণে তার






অভিনীত একটি নাটকের চেয়ে আরেকটি হয় অন্যরকম। তার নাটক মানেই ভক্তদের কাছে সোনায় সোহাগা।






শুধু অভিনয়ের গন্ডির ভিতরে নিজেকে আটকে রাখতে চান না এই অভিনেত্রী। তাই এবার নিজেই লিখলেন নাটকের গল্প।
সোমবার শেষ হয়েছে তার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আবারও স্বপ্ন দেখি’র দৃশ্যধারণের কাজ। এতে অভিনয় করেছেন মেহজাবিন নিজেই। তার সঙ্গে নাটকে দেখা যাবে শ্যামল মওলাকে। নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।
এই নাটকে মেহজাবিন দুটো বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। এর মাঝে পেশাগতভাবে প্রত্যেকেই পরিশ্রম অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক পান না। অপরদিকে ঈদ ঘিরে বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষের নানা ধরনের পরিকল্পনা থাকে। চাওয়া পাওয়া থাকে। কিন্তু সব চাওয়া-পাওয়া কি পূরণ হয় মানুষের? এই দুটি বিষয়ই উঠে আসবে ‘আবারও স্বপ্ন দেখি’ নাটকে।
মেহজাবিন বলেন, এই নাটকে কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি। শ্যামল মাওলা অভিনয় করেছেন ড্রাইভারের চরিত্রে। তার সঙ্গে প্রথমবার অভিনয় করলাম। সে তার চরিত্রে শতভাগ পারফেক্ট অভিনয় করেছেন।
শ্যামল বলেন, আমি অবগত যে মেহজাবিন খুব ভালো অভিনয় করে। তার সঙ্গে কাজ করতে গিয়ে তার সত্যতা উপলব্ধি করেছি। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করি ভালো লাগবে দর্শকের।
নির্মাতা হিমি জানান, আগামী ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে এবং হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।