Home / মিডিয়া নিউজ / উপস্থাপিকা হয়ে ফিরছেন রিচি

উপস্থাপিকা হয়ে ফিরছেন রিচি

স্বামী ও দুই সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করলেও গত ১৩ জুন সন্তানদের নিয়ে তিনি দেশে ফিরেছেন। যোগ দিয়েছেন কাজে।

আসছে কোরবানি ঈদে বেশকিছু নাটক-টেলিছবিতে দেখা মিলবে এই অভিনেত্রীর। তবে এবার তিনি

ক্যারিয়ারে নতুন এক পরিচয়ও যোগ করতে যাচ্ছেন। সেটি হলো উপস্থাপিকা রিচি। একটি ভিন্ন

ঘরানার অনুষ্ঠানে তাকে উপস্থাপনা করতে দেখা যাবে। ক্যারিয়ারে এই প্রথমবার তিনি কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করবেন।

অনুষ্ঠানটির শুটিং চলছে এফডিসিতে। রিচি বলেন, ‘নতুন কিছু করতে সবসময়ই ভালো লাগে। উপস্থাপনা করার প্রস্তাব আগেও ছিল। কিন্তু নানা কারণে করা হয়ে উঠেনি। ভালো লাগছে এবার ব্যাটে বলে মিলে যাওয়ায় কাজটি করতে পেরে।’

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান একাধারে বিজ্ঞাপন ও নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক খণ্ড নাটকে দেখা গেছে তাকে। ৪০টিরও বেশি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।

বড় পর্দায় রিচির অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নীরব প্রেম’ সিনেমা দিয়ে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *