





রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে এবার নাম এসেছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। ভারতের






কেন্দ্রীয় সরকারের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) নোটিশ দিয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীকে।






মূলত ওই চিটফান্ডের মালিক গৌতম কুণ্ডুর সঙ্গে বিদেশ ভ্রমণ ও সিনেমার স্বত্ত্ব সংক্রান্ত






বিষয়ে ঋতুপর্ণার কাছে জানতে চাইবেন তদন্তকারীরা। ১৭ জুলাই তাকে কলকাতার ইডির দপ্তরে তলব করা হয়েছে।
রোজভ্যালি চিটফান্ড কাণ্ডের কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে পশ্চিমবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিনোদন জগতের অনেকের যোগাযোগের প্রমাণ পেয়েছেন ইডি কর্তারা।
চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে ইডি’র পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আর একটি দপ্তর, সিবিআই-ও একই তথ্য পেয়েছে। তদন্ত করতে গিয়ে ইডি জেনেছে রোজভ্যালি কর্তার সঙ্গে নানাভাবে যোগাযোগ হয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। সে কারণেই ঋতুপর্ণাকে জরুরি তলব।
প্রসঙ্গত, ঋতুপর্ণার সংস্থার নাম ‘ভাবনা আজ ও কাল’। এই সংস্থা কয়েকটি সিনেমাও তৈরি করে রোজভ্যালির হয়ে। প্রচার থেকে বিপণনের দায়িত্ব নিয়েছিল এই সংস্থা। এ নিয়ে তাদের মধ্যে চুক্তিও হয়।