Home / মিডিয়া নিউজ / বিয়ের দেনমোহর বাকি রেখেছেন মোশাররফ করিম!

বিয়ের দেনমোহর বাকি রেখেছেন মোশাররফ করিম!

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম সব জায়গায় বাকি নেয়া শুরু করেছেন। বিয়ের দেনমোহর

থেকে শুরু করে রিকশা ভাড়া পর্যন্ত বাকি রেখেছেন তিনি। এমন একটা

পরিস্থিতি তৈরি করে যে তাকে বাকি না দিয়ে আর কোনো উপায় থাকে না।

এমনই গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘সেই রকম বাকি খোর’। নাটকটিতে বাকি খোরের চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। তার চরিত্রে নাম ইসহাক। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী ইশানা খান।

এর আগে মোশাররফ করিম অভিনীত ‘সেই রকম চা খোর’, ‘সেই রকম ঝাল খোর’, ‘সেই রকম পান খোর’, ‘সেই রকম ঘুষ খোর’ নাটক গুলো জনপ্রিয়তা পেয়েছে। এই সিরিজের সবশেষ নাটক ‘সেই রকম কাচ্ছি খোর’ গেল ঈদে প্রচারিত হয়। প্রচারের পর এই নাটকটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

নাটক গুলোতো নানা মাত্রিক চরিত্রে নিজেকে মেলে ধরেছেন এই অভিনেতা। নাটক গুলোর দর্শকপ্রিয়তার কথা চিন্তা করে আগের নাটকগুলোর মতো এবারো নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল। নির্মাণ করেছেন মারুফ মিঠু।

নির্মাতা সুত্রে জানা গেছে, ‘সেই রকম বাকি খোর’ নাটকটি আসছে কোরবানি ঈদকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। ঈদের অনুষ্ঠানে নাটকটি যে কোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *