Home / মিডিয়া নিউজ / বিচারকের আসনে নাদিয়া আহমেদ

বিচারকের আসনে নাদিয়া আহমেদ

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয় লাভ করেন অভিনেত্রী

নাদিয়া আহমেদ।এই খবর সবার জানা, নতুন খবর হচ্ছে- এই অভিনেত্রী দুটি অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করছেন।

সম্প্রতি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মজার ব্যাপার

হলো, শৈশবে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নাদিয়া আহমেদ একবার মনিপুরী নৃত্যে প্রথম হয়েছিলেন, আরেকবার সাধারণ নৃত্যে দ্বিতীয় হয়েছিলেন। যেই প্লাটফর্মেই এবার বিচারক হিসেবে কাজ করেছেন তিনি।

অন্যদিকে আরটিভির আয়োজনে শুরু হওয়া ‘ক্যাম্পাস স্টার’-এরও বিচারক হিসেবে কাজ শুরু করেছেন নাদিয়া। ক্যাম্পাস স্টারের প্রাথমিক বাছাই পর্ব এরই মধ্যে শুরু হয়েছে। এতে বিচারক হিসেবে তার সঙ্গে আছেন সজল ও কনা।

এই প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, আমি যে প্লাটফর্ম থেকে উঠে এসেছি, সেখানেই বিচারক হিসেবে কাজ করতে পেরে অনেক আনন্দিত ও গর্বিত। বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে একটি কথাই বারবার মনে হয়েছে, তাহলো বিচারক হিসেবে দায়িত্ব পালন করা খুব কঠিন। কারণ আমাদের একটু ভুল বিচারের কারণে সত্যিকার অর্থে মেধাবী কেউ বাদ পড়ে যেতে পারে। তাই আমি আমার কাজে সবসময়ই সৎ থেকে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

এছাড়াও নাদিয়ার উপস্থাপনায় ‘সুপার শেফ’ অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় নিয়মিত প্রচার হচ্ছে। শিগগিরই তিনি মান্নান হীরা, ফরিদুল হাসান ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ঈদ নাটকের কাজ শুরু করবেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *