Home / মিডিয়া নিউজ / বিউটি পার্লারে কেন কাজ করছেন অভিনেত্রী ভাবনা?

বিউটি পার্লারে কেন কাজ করছেন অভিনেত্রী ভাবনা?

অভিনেত্রী আসনা হাবিব ভাবনা নানা ধরনের চরিত্রে রূপদান করে দর্শপ্রিয় হয়েছেন। এবার এ

অভিনেত্রীকে দেখা গেল বিউটি পার্লারের কর্মী হিসেবে কাজ করতে। তাহলে কি বিউটি পার্লালের

কাজে যোগ দিলেন ভাবনা? নাকি নিজেই বিউটি পার্লারের ব্যবসা খুলে

বসলেন? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মাঝে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিউটি পার্লারের কর্মী হিসেবে ভাবনা কাজ করেছেন ঠিকই, কিন্তু তা শুধুই অভিনয়ের প্রয়োজনে। সম্প্রতি নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘুমন্ত শহর’ শিরোনামের একটি নাটকে এমনি চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার চরিত্রের নাম রানী। যিনি বিউটি পার্লার কর্মী।

নাটকটির বিষয়ে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, নতুন চরিত্র, নতুন আমি আজ আমি রানী। সমাজের যেকোনো সংগ্রামী নারী চরিত্রে অভিনয় করতে আমার সবচেয়ে ভালো লাগে, তাদের জীবন অনুভব করার সুযোগ হয়, এক জীবনে শত জীবন আমার, এই তো ভালোলাগা। নাটক ‘ঘুমন্ত শহর’।

ভাবনা বলেন, পরিচালকরা গল্পের কঠিন চরিত্রগুলোতে আমাকে অভিনয়ের কাস্টিং করে। এটা আমার জন্য ভালো। রানী চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা অসাধারণ ছিল। ঢাকায় একা একটি মেয়ের সংগ্রামের গল্প এতে আছে। এমন ভালো চরিত্রে অভিনয় বারবার করতে চাই।

নাটকটি শিগগিরই এনটিভিতে প্রচারিত হবে বলে জানান ভাবনা। পার্লার গার্ল চরিত্রে ভাবনা কেমন অভিনয় করলেন এটা জানতে তার ভক্তদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। এর আগে ভাবনা কখনো পতিতা, কখনো মানসিক রোগী, সংগ্রামী বধূ কিংবা আদুরে প্রেমিকা এমন অনেক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *