





বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নিজের অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন তার ভক্তকূলের।






তবে এবার অভিনেত্রী নতুন পরিচয়ে পরিচিত হলেন। আলিয়া ভাট এখন ইউটিউবার।






মাইক্রব্লগিং সাইট টুইটারে বুধবার আলিয়া একটি ভিডিও শেয়ার করেছেন।






আর ভিডিও এর ক্যাপশনে লিখেন, ইউটিউবে নতুন ও মজার কিছু।
ভিডিওটিতে অভিনেত্রী বলেন, আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আমি ইউটিউব চ্যানেল চালু করেছি। ইনস্টাগ্রামে ও টুইটারের পর ইউটিউব জগতটিও আমি দেখতে চাই।
টু স্টেটস অভিনেত্রী আরো বলেন, চ্যানেলটিতে আপনারা আমার ছেলেমানুষী, ক্যামেরার পেছনের দৃশ্য দেখতে পাবেন। বলতে গেলে— আমার জীবনের সব ভালো, মন্দ এবং মজার ঘটনা।
প্রসঙ্গত, আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কলঙ্ক’। বর্তমানে তিনি ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া সড়ক-টু সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।