





তিনি এখন বলিউডের অন্যতম হার্টথ্রব। কিন্তু দর্শকের মনে দাগ কাটার শুরুটা এত সহজ ছিল না।






স্টারকিড হয়েও কীভাবে নিজের জীবনের লড়াইয়ে সামিল হয়েছিলেন ঈশান খট্টর, সম্প্রতি সে কথাই খোলসা করেছেন।






আইভিএম পডকাস্টে সম্প্রতি অতিথি হয়ে গিয়েছিলেন ঈশান খট্টর। সাইরাসের সঙ্গে কথা বলতে






লতেই নিজের ছোটবেলার স্ট্রাগলের কথা জানান অভিনেতা। ঈশানের মা নীলিমা আজিম ছিলেন সিঙ্গল মাদার। সেক্ষেত্রে কী ধরনের প্রতিকূলতার মুখে তাদের পড়তে হত তাই জানিয়েছেন ঈশান।
ঈশান বলেছেন, আমাদের অনেক বার বাড়ি বদল করতে হত। আমি ১৬ বছর বয়সের মধ্যে ১৭ বার বাড়ি বদলিয়েছি। এবারের এই বাড়িটায় আমরা গত তিন বছর ধরে আছি। আমরা ভাড়া বাড়িতে থেকেছি। সেই সময় টেলিভিশনে মা অনেক কাজ করত, নানা ধরনের। মা সিঙ্গল মাদার ছিল। আমাদের জন্য রোজগার করতে হত।