Home / মিডিয়া নিউজ / বিয়ের আগেই মা হতে চান এই বলিউড অভিনেত্রী!

বিয়ের আগেই মা হতে চান এই বলিউড অভিনেত্রী!

নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই মিডিয়ার নজর থেকে আড়ালে রাখতে পছন্দ করেন। কানাঘুষো,

জল্পনাকে সেভাবে আমল দেন না। কিন্তু এবার অতীত সম্পর্ক থেকে বিয়ের পরিকল্পনা, মাতৃত্ব সবকিছু

নিয়েই মুখ খুললেন অভিনেত্রী শ্রুতি হাসান। কোনও রাখঢাক না করে স্পষ্ট জানিয়ে দিলেন, “উপযুক্ত পাত্র পেলে বিয়ের আগে মা হতে কোনও আপত্তি নেই।”

এক সাক্ষাতকারে তাকে জিজ্ঞাসা করা হয়, বিয়ে-সম্পর্ক এসব নিয়ে তার পরিকল্পনা কী? ‘সাহসী’ উত্তরে প্রশ্নকারীকে একেবারে স্টেপ আউট করে দেন কমল হাসান কন্যা।

শ্রুতি বলেন, “অতীতে এক মিউজিক ডিরেক্টরকে বেশ পছন্দ করতাম। বেশ কিছুদিন আমরা একে-অপরের বেশ ঘনিষ্ঠও ছিলাম। ভেবেছিলাম প্রেমে পড়েছি। কিন্তু ভুল ভাঙল ব্রেক-আপের পর। বুঝলাম এটা শুধুমাত্র আকর্ষণ ছাড়া আর কিছুই নয়।”

তারপর থেকে ‘সময়ের অভাবে’ আর কোনও বয়ফ্রেন্ড হয়নি, সম্পর্কে জড়াননি, এমনকী বিয়ের কথাও ভাবেননি বলেই দাবি করেন শ্রুতি। যদিও, পাশাপাশি আবার এটাও বলেন, “সঠিক পাত্র পেলে বিয়ের আগে মা হতেও দ্বিধা করব না।” সেরকম ‘কিছু’ হলে মিডিয়া বা মানুষ ‘কী’ বলল, তাতে তিনি অত আমল দেবেন না বলেও সাফ জানিয়ে দেন শ্রুতি।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *