Home / মিডিয়া নিউজ / ‘সেই রকম কাচ্চি খোর’ মোশাররফ করিম

‘সেই রকম কাচ্চি খোর’ মোশাররফ করিম

ঈদের নাটক মানেই মোশাররফ করিম। কারণ দর্শক তার নাটকগুলোতে ভিন্ন এক বিনোদন খুঁজে পান।

আর তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিবছরই নির্মাতারা তাকে নিয়ে দারুণ সব নাটক নির্মান

করে থাকেন। এবারো তার ব্যতিক্রম হয়নি। জনপ্রিয় এই অভিনেতাকে চা খোর, ঝাল খোর,

পান খোর, ঘুষ খোর-এর পর এবার ‘সেই রকম কাচ্চি খোর’ হিসেবে দেখা যাবে।

এবার তিনি অভিনয় করেছেন ‘সেই রকম কাচ্চি খোর’ নাটকে। আশরাফুল চঞ্চলের রচনায় এটি নির্মাণ করেছেন মারুফ মিঠু। নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন শবনম ফারিয়া।

নির্মাতা মারুফ মিঠু জানান, ‘সেই রকম চা খোর’, ‘সেই রকম ঝাল খোর’, ‘সেই রকম পান খোর’, ‘সেই রকম ঘুষ খোর’ নাটকগুলো দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় এবার ঈদে প্রচার হবে ‘সেই রকম কাচ্চি খোর’ নাটকটি।

নির্মাতা সুত্রে জানা গেছে, মোশাররফ করিমের ‘সেই রকম কাচ্চি খোর’ নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে বাংলাভিশনের পর্দায় প্রচারিত হবে।

Check Also

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরবো: নূতন

ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব চরিত্র; তিন শতাধিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *